www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

লিমেরিক


রোজ সকালে ভাবি বসে আজ মিথ্যে বলবো না
সোজা পথেই চলবো এবার বাঁকা পথে চলবো না
বধু এসে যেই শুধালো
'ফোনটা কে করেছিলো?'
সত্যি বলে নতুন প্রেম নিজের পায়ে দলবো না।
(পাঠকবন্ধুদের উদ্দেশ্যে--কবিকে খুঁজোনা তার কবিতায়
                কবিতায় উঠে আসে চারিদিকে যা ঘটে যায়)

                     ২
চিৎকার করে বললে বধু শয্যা নেওয়ার পরই
'ধুমপানটা ছাড়ো এবার, পায়ে তোমার পড়ি,
গন্ধ মোটেই সয় না আমার
ফুসফুসটাও যাচ্ছে তোমার'
'রাত বারোটায় ছাড়ি তো রোজ সকাল বেলায় ধরি।'

                    ৩
'জয়েন্টের টাকা তুললে কেন?'বললে বধু রেগে
হীরের আংটি পেলাম না তো তিন মাস ধরে মেগে'
আসল কথা যায় না বলা
ঠাকুর ঘরে খাইনি কলা
'দিই নি তাকে দামী গিফ্ট, যাক না সখী ভেগে।'।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৩১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আরজু নাসরিন পনি ১১/১০/২০১৩
    কবিতার কথা বলি ...

    খুব মজার কবিতা হয়েছে...আর বিশেষ করে কবিকে খুঁজোনা তার কবিতায় । একদম সত্যি বলেছেন ।
    শুভেচ্ছা রইল ।।

    আমার ব্লগে আপনি প্রথম মন্তব্যকারী ।
    এভাবে নতুনকে অনুপ্রেরণা দানে কৃতজ্ঞতা জানাই ।
  • ফাল্গুনী আলম ১১/১০/২০১৩
    সব সত্যি ফাঁস! বধু জানে?!

    ( চমৎকার লাগলো ভাই ..... )
    • সহিদুল হক ১১/১০/২০১৩
      জানলেও বধুরা বড় অসহায়!
      ( আন্তরিক ধন্যবাদ.....)
      • ফাল্গুনী আলম ১১/১০/২০১৩
        কবি+ পাঠক, শুধরে যান,
        নইলে কিন্তু এসব " অসহায় বধু"রা একদিন বিপ্লব করে বসবে! :)
        • সহিদুল হক ১১/১০/২০১৩
          কবিঃ শোধরানো সম্ভব নয়,কবি যা দেখবে বুক চিতিয়ে তাই লিখবে।
          বন্ধুঃ কাঁধে কাঁধ মিলিয়ে সেই বিপ্লবে শামিল হতে রাজি।
  • সত্যিই চমৎকার। খুবই সত্য কথন। আসলে জীবন টাই এমন। ধন্যবাদ কবি। এতো সুন্দর একটি বাস্তব কবিতা উপহার দেওয়ার জন্য।
 
Quantcast