www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আজ আর নিজের কথা নয়

আজ আর নিজের কথা লিখব না, আজ লিখব
দূরের ঐ আকাশটার কথা,যার উদার বুকে লক্ষ
কোটি নক্ষত্র মিটি মিটি হাসে আর চুপি চুপি বলে,
আকাশটা ভারি বোকা তাই আমাদের অসহ্য ভার
বহন করে চলেছে হাসিমুখে প্রতিবাদহীন নীরবতায় ।
আজ লিখবো ঘাসের মধ্যে উঁকি মারা ওই ফড়িংটার
কথা,পথিকের পায়ে দলিত হয়ে যে কোনো মুহূর্তে
যার ঘটতে পারে যন্ত্রণাক্লিষ্ট মৃত্যু,আজ লিখবো আলোকবর্ষ
দূরের ওই সূর্যটার কথা, মাটির পিদিম যাকে ব্যঙ্গ করে
তবু নীরবে আলো বিলিয়ে যায় নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে
গ্রহ গ্রহান্তরে এমনকি ঐ পিদিমটাকেও,আজ লিখবো ঐ
শীতল সরোবরটার কথা,যে ঢেঁড়া পিটিয়ে কাউকে
কাছে ডাকে না, তবু দলে দলে প্রাণীরা ছুটে যায় তার
কাছে স্নিগ্ধ শীতল হতে,আজ লিখবো ঐ বট বৃক্ষটার
কথা,ক্লান্ত পথিককে ছায়া বিলিয়েই যার তৃপ্তি,পাখিদের
আশ্রয় প্রদানেই যার বুক-ভরা সুখ।আজ লিখবো
ঐ পচা ডোবাটার কথা,যে প্রাণীদের চিৎকার করে
ডাকে,"এসো আমার বুকে,তোমাদের সংস্পর্শে আমি
ধন্য হই", তার ডাকেও সাড়া দেয় অনেকেই,ব্যাঙ
ঢোঁড়া সাপ আর কিছু পাঁকের প্রসাদলোভী পাঁকাল মাছ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৩৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • দারুণ লাগল সহিদ ভাই
  • আজ আর নিজের কবিতা নয় পড়বো শুধু এমন সুন্দর একটি কবিতা। অভূতপূর্ব
  • ইব্রাহীম রাসেল ০৪/১০/২০১৩
    ভাবনাটা দারুণ বলব
  • কবিতা দারুণ।তবে শিখার জন্য জানতে চায় যে "কমা " মানে একটু থামা বা "দাড়ি "মানে পুরোপুরি থামা।তবে যে প্রায় কবিতায় লক্ষ্য করি যে এই বিষয় টা জানি কেমন।যেমন আপনি লিখলেন ""লক্ষ কোটি নক্ষত্র।কিন্তুুলক্ষ এক লাইনে কোটি অন্য লাইনে।আবার ফড়িং টার কথা।দু লাইনে চলে আসছে।আবার ঢেড়া পিটিয়ে কাউকে কাছে ডাকে না।এইভাবে অনেক।আসলে আমি কবি নই তাই কবিতা ও কম বুঝি।তাই জানার আগ্রহ নিয়ে আপনার কাছে নিবেদন করলাম।আশা করি সৎ পরামর্শ পাব।
    • সহিদুল হক ০৪/১০/২০১৩
      হ্যাঁ কমা আর দাঁড়ির অর্থ তুমি ঠিকই বুঝেছো।আর কবিতার কোন বাক্য এক লাইনে শেষ করতে হবে এমন কোন বাধকতা নেই।বিরাম চিহ্ন দেখেই বাক্য বুঝতে হয়। জীবনানন্দ দাশের এ ধরণের অনেক কবিতা আছে।
  • Înšigniã Āvî ০৪/১০/২০১৩
    দুর্দান্ত....
 
Quantcast