www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ফুলের দেখা পাইনি বলে

ফুলের দেখা পাইনি বলে কাঁটাকেই ভালবেসেছি
পাতালপুরীর নেই ঠিকানা তাই মাটির বুকেই এসেছি।

ফুলের সুবাস নেই প্রয়োজন
কাঁটার ছোঁয়ায় ভরে এ মন
দুঃখ আমার সঙ্গী বলেই তারই কাছে এসেছি
সাগর দূরের দেশে বলে নদীর জলেই ভেসেছি
ফুলের দেখা পাইনি বলে কাঁটাকেই ভালবেসেছি।

পাতালপুরীর রাজকন্যে
থাক সে রাজার ছেলের জন্যে
আমার আছে পুতুল কন্যে তারই কাছে এসেছি
সুখের পরশ পাইনি বলেই ব্যথার মাঝেই হেসেছি

ফুলের দেখা পাইনি বলে কাঁটাকেই ভালবেসেছি
পাতালপুরীর নেই ঠিকানা তাই মাটির বুকেই এসেছি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬২৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অসাধারন কবিতা। সুর দিলেই চমৎকার গান হয়ে যাবে। খুব ভাল লেগেছে ।
  • Înšigniã Āvî ২০/০৯/২০১৩
    দারুন কিছুদিন আগে সোনা একটা গানের লাইন .. "every rose has its thorn" ভীষণভাবে মনে পড়ে গেল ।
    • সহিদুল হক ২০/০৯/২০১৩
      অশেষ ধন্যবাদ।গোলাপে কাঁটা থাকে সেটা তো আমরা সবাই জানি, তাই না?কিন্তু আমরা সবাই শুধু গোলাপটাকেই পেতে চাই,কাঁটার যন্ত্রণা সহ্য করারও মানসিকতা গড়ে তুলতে হবে,তবেই আমরা জীবন-যুদ্ধে জয়ী হতে পারবো।--খু-ঊ-ব ভাল থেকো।
  • ওয়াহিদ ২০/০৯/২০১৩
    দাদা ,
    কবিতার প্রথম দুলাইন অসম্ভব ভাল লেগেছে ।

    শুভকামনা !
  • সহিদ ভাই দারুণ
 
Quantcast