অপেক্ষায়
অপেক্ষা মানে মহৎ কিছু ভাবনা
যেখানে নদ নদী মিলিত হবে
বালুচর ফসলের মাঠ সোনালি ধুসর
অতপর অপেক্ষা ছুঁয়ে যায় সাদা মেঘ
ভিতরে ভিতরে রেখো না শ্রাবণ
শ্রাবণ যে প্রণয়ের ছোঁয়া বন্যা;
তুমি বললেই শ্রাবণ রাখবো না
শ্রাবণ যে আপন আপনি হয়ে যায়
কেউ কি ভাবছিল ক্লান্তি ধুসর মনে
লাশ আর লাশ পাহাড় নদ নদীতে
রক্তাক্ত হবে লাল জুলাই তবু অপেক্ষায়
আছে আনাস, মিলনের মমতাময়ী মা।
যেখানে নদ নদী মিলিত হবে
বালুচর ফসলের মাঠ সোনালি ধুসর
অতপর অপেক্ষা ছুঁয়ে যায় সাদা মেঘ
ভিতরে ভিতরে রেখো না শ্রাবণ
শ্রাবণ যে প্রণয়ের ছোঁয়া বন্যা;
তুমি বললেই শ্রাবণ রাখবো না
শ্রাবণ যে আপন আপনি হয়ে যায়
কেউ কি ভাবছিল ক্লান্তি ধুসর মনে
লাশ আর লাশ পাহাড় নদ নদীতে
রক্তাক্ত হবে লাল জুলাই তবু অপেক্ষায়
আছে আনাস, মিলনের মমতাময়ী মা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আমি-তারেক ১১/০৭/২০২৫Sundor lekha
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৯/০৭/২০২৫বেশ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৮/০৭/২০২৫দারুণ
-
ফয়জুল মহী ০৮/০৭/২০২৫চমৎকার উপস্থাপনা করেছেন