হিংসার ফানুস উড়াই
সোনালি রাত শেষ হয়ে যাচ্ছে ২০২৪
এই তো শুরু হচ্ছে রঙে রঙে ২০২৫!
ও ভাই দুঃখ কষ্ট কি আর ফানুস-
এসো এসো উড়াই হিংসা বিদ্বেষ
তাহলেই রঙিন হবে জীবন বেশ;
বিদায় কি আর হয় তারার আকাশ
মাটির বাতাস এই না হোক যুগ যুগান্তর -
সাদা মেঘে সুখ শান্তি বছর পর পর!
পূর্ণিমা রাত হেসে উঠুক এখন কিংবা
আগামী কাল সংসার ধর্ম কবর কবর।
৩১-১২-২৪
এই তো শুরু হচ্ছে রঙে রঙে ২০২৫!
ও ভাই দুঃখ কষ্ট কি আর ফানুস-
এসো এসো উড়াই হিংসা বিদ্বেষ
তাহলেই রঙিন হবে জীবন বেশ;
বিদায় কি আর হয় তারার আকাশ
মাটির বাতাস এই না হোক যুগ যুগান্তর -
সাদা মেঘে সুখ শান্তি বছর পর পর!
পূর্ণিমা রাত হেসে উঠুক এখন কিংবা
আগামী কাল সংসার ধর্ম কবর কবর।
৩১-১২-২৪
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৬/০৪/২০২৫বেশ সুন্দর ভাবনা
-
আমি-তারেক ০৬/০১/২০২৫সুন্দর ভাব্নার প্রকাশ
-
শ.ম. শহীদ ০৩/০১/২০২৫অসাধারণ।
অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল। -
ফয়জুল মহী ০১/০১/২০২৫চমৎকার লেখাটা পড়ে মোহিত হলাম !
শুভ নববর্ষের শুভেচ্ছা রইলো ,
সুস্থ ও সুন্দর হোক আগামী দিনগুলো l