www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ঘ্রাণ ছুঁইলাম

জীবিত দেয়ালের চারপাশে ঘুরতেছিলাম;
নিঃশ্বাসের ঘ্রাণে নৈঃশব্দের অনুভবে ভাসতেছিলাম
টিভির ঘরে নাকট সিনেমার দৃষ্টি চোখ একইছিল
মাটির গা জুড়ে কলঙ্ক বুঝতাম না-চাঁদও কলঙ্ক আছে,
শুধু শুনতাম; তখন থেকেই সব যত প্রশ্ন জোয়ার
কলঙ্ক কি- কলঙ্ক কি? কলাগাছ দেখে বুঝলাম-
যখন কলাগাছের কলঙ্ক হয়, তখন নাকি
সে মারা যায়; অথচ কলঙ্ক ছাড়া বরই, তেঁতুল,
এমনকি আম গাছ হয় না; পথিকের দৃষ্টি পলক পরে
হাত ছুঁয়া ঢিল মারে; এই হলো প্রেমের কলঙ্ক-
একদিন এভাবে কলঙ্ক আলু ভর্তা দেহে মাখলাম
জোনাক জ্বলা রাতে প্রেমের সূর্যমুখির ঘ্রাণ ছুঁইলাম।

০৩ আশ্বিন ১৪২৯, ১৮ সেপ্টেম্বর ’২২
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩০৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৮/০৯/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • শ.ম. শহীদ ০৪/১০/২০২২
    চমৎকার।
  • অনন্য রচনা।
  • অতিশয় হৃদয়ছোঁয়া প্রয়াস কবি দা!
  • বেশ ভাবনা।
  • ফয়জুল মহী ১৮/০৯/২০২২
    প্রাণময় কলমের তুলিতে প্রাণচাঞ্চল্য লিখনশৈলি । জয় হোক সুস্থ সাহিত্যর।
 
Quantcast