www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কবিতার দর্পণ

আজও একটা কবিতা লিখবো বলে-
তিন প্রহর অপেক্ষায় নদের পাশে থাকি!
অথচ কবিতার ঝলঝলে মুখ দর্শন, বৃষ্টি
ছুঁয়া হাত, কেমন জানি মেঘ ভাঙ্গা আর্তনাদ;

বার বার প্রতি ছবি ভেসে উঠে
এক বেদনায় আধার ডেকে আনা-
সোনালি স্মৃতিময়; তবু লেখা হলো না
একটি কবিতার দর্পণ!

আর কতকাল তিন প্রহর গুণ তে হবে?
কবিতা তোমার চাঁদ মুখি সলকের মুখে
দেখো আমার ধ্বংস স্তুপ হৃদয়-
এক চোখ বণ্যা সাগরকেও হারমানায়-
জান্নাতমুখি অপেক্ষায় থাকলাম
একটা কবিতা লিখবো বলে।

১৭চৈত্র ১৪২৮, ৩১মার্চ ২২
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৯৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩১/০৩/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ফয়জুল মহী ০১/০৪/২০২২
    বাহ্ খুব সুন্দর লিখেছেন ভাই!
  • ভালো।
  • বেশ
  • সুন্দর
 
Quantcast