www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

এই বুঝি মনটা

মনটা কি রেডিও টেলিভিশন
যখন- তখন খারাপ হবে-
ব্যাটারি, বিদ্যুৎ না থাকলে চলবে না?
মনটা তাও হতে পারে!
মনটা কি ফুলের মতো;
এই ফুটবে এই পাপড়ি ঝরবে
সমস্ত গন্ধ লুটাবে?
এমনটা হলে তো রক্তক্ষরণ হবে বার- বার;
এখন হচ্ছে তাই- আচ্ছা মনটা কি অ্যাপেল
না কমলালেবু- যখন- তখন খাওয়া যেতো-
আরে এমনটা নয়! তাহলে
মনটা সাদা মেঘের মতো
আর সাগরের ঢেউ- তাই নাকি?
আচ্ছা মনটা যদি ধূসর মাটির ঘাস হয়
কেমন হবে- না হলে- মন্দ নয়!
আঁধার পূর্ণিমার সাথে খেলা করবে
আর মাঝে মাঝে তারা হয় খসে পরবে
কোন প্রেমময় উঠানে এই বুঝি মনটা।

২১ অগ্রহায়ণ ১৪২৮, ০৬ ডিসেম্বর ২১
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২২৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/১২/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • বেশ
  • রনি ইবনে কাসেম ০৭/১২/২০২১
    ভালো
  • ভালো।
  • ফয়জুল মহী ০৬/১২/২০২১
    চমৎকার শুভেচ্ছা ও শুভ কামনা নিরন্তর
  • সুন্দর ভাবনা।
 
Quantcast