www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভাবও আসল না

// ভাবও আসল না //

===================
আজকে কোন ভাবও আসল না
ঘুমও ধরল না- ঘুম পেরে কি হবে?
একদিন তো ঘুমাতে হবে! চিরতরে
খাঁটহীন সঙ্গীহীন;
কি অদ্ভুত লাগে যেনো অচেনা ফল,
স্বাদহীন বৃক্ষের ফুলও-
দুচোখে সোনালি মাঠ শুধু ধু ধু করে।

তবুও ভাবও আসল না- দক্ষিণা জানালায়
কিংবা চৌকাঠের ভাজে- ভাজে
নিশি ক্লান্ত রাত কত বার পুহালো
অথচ একটা চাঁদ আপনা হলো না কোন দিন
দুনিয়াদারি ভাবহীন- ভাবেই চলে যাবে
অতঃপর একটা দৃশ্য দেখার ভাবও আসল না-
হয় তো আসবেও না কোন দিন।

১৮ জ্যৈষ্ঠ ১৪২৮, ০১ জুন ২১
--------------------------------
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৫০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/০৬/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • খুব সত‌্যি কথা। ধন‌্যবাদ কবিকে।
  • ঠিকই লিখেছেন। একদিন চিরতবে ঘুমাতে হবে।
  • পঙ্কজ সূত্রধর ০১/০৬/২০২১
    খুব ভালোহয়েছে
  • চমৎকার রচিলেন কবি।
 
Quantcast