শালুক পোড়া পূর্ণিমা
এই শালুক পোড়া পূর্ণিমার ক্ষণ
আহা অপরুপ সুন্দর কি মধুবন
কত যে মুখরিত অলপনা কল্পনা
ও এসো না এলগ্নে ভালোবাসায়
সাজাই গো এই প্রেমের বৃন্দাবন।।
শিশির ভেজা সাদা গন্ধরাজ আর
ববুল ফুটা গন্ধ ভরা মুগ্ধ আজ
ফুরাবে না বলো!নাগো দিঘল রাত
চোখ রাঙ্গা ঐ হুতূম পেঁচার মত
ভয়ঙ্কর করো না গো একই করন।।
সন্ধ্যা তারা হবো নীলময় নক্ষত্র হবো
হবো আঁধার ডাকা ছায়াময় প্রেতাত্মা
ডাকবে কাছে চুপিচুপি চোখের ইশারায়
স্বাদের বৃন্দাবন করো না ঝর্ণা ধারা
বিষাদ চিত্তের এক অগ্নিশিখা জ্বলন।।
এক ধরনের বাউল গান করা যাবে
লেখার তারিখঃ ০২/০২/১৪
=====্্্্্্=======
আহা অপরুপ সুন্দর কি মধুবন
কত যে মুখরিত অলপনা কল্পনা
ও এসো না এলগ্নে ভালোবাসায়
সাজাই গো এই প্রেমের বৃন্দাবন।।
শিশির ভেজা সাদা গন্ধরাজ আর
ববুল ফুটা গন্ধ ভরা মুগ্ধ আজ
ফুরাবে না বলো!নাগো দিঘল রাত
চোখ রাঙ্গা ঐ হুতূম পেঁচার মত
ভয়ঙ্কর করো না গো একই করন।।
সন্ধ্যা তারা হবো নীলময় নক্ষত্র হবো
হবো আঁধার ডাকা ছায়াময় প্রেতাত্মা
ডাকবে কাছে চুপিচুপি চোখের ইশারায়
স্বাদের বৃন্দাবন করো না ঝর্ণা ধারা
বিষাদ চিত্তের এক অগ্নিশিখা জ্বলন।।
এক ধরনের বাউল গান করা যাবে
লেখার তারিখঃ ০২/০২/১৪
=====্্্্্্=======
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শাহ্ আলম শেখ শান্ত ২৪/০৩/২০১৪খুব ভাল লাগল
-
কে এইচ মাহাবুব ১০/০২/২০১৪সুন্দর হয়েছে...।
আমাদের ‘সপ্ন পূরণ’ নামে একটি ব্লগ রয়েছে আপনি যদি তাতে লেখা প্রকাশ করতে চান তাহলে লেখা পাঠাতে পারেন এই ঠিকানায় : ই-মেইল : [email protected] আপনার লেখা আমরা বিশ্বস্থতার সাথে মডিরেটেরর
মাধ্যমে তা-প্রকাশ করবো । আপনার লেখা প্রকাশ হলে আপনাকে ইমেইলের মাধমে তা- জানানো হবে ।
http://shapnopuron.blogspot.com/ -
অনিত্য ০৫/০২/২০১৪সুন্দর লিখেছেন।
কিছু বানান ঠিক করে দিলে আরও সুখপাঠ্য হবে। যেমনঃ
বৃন্ধা বন = বৃন্দাবন
নীলমায় = নীলিমায়
