www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সুখ খুঁজে-খুঁজে


সুখ খুঁজে – খুঁজে
তোমায় দিলাম ছেড়ে
ছেড়ে দিলাম স্মৃতিরও পাতা

আমি অভাবের ভয়ে
স্বভাবের তোমায়
একবার বুঝতে চাইনি l
তুমি চেয়েছিলে মোরে ___
আমি ,ভাল থেকো বলে
ভবিষ্যতের  দিকে চেয়ে থেকেছি !
এখন,যখন দেখি চারিদিকে পূর্ণতা
আমার দিকে দেখি _
 সেই আমি নেই ;আমি নেই -আমি নেই ।
আমি নেই আমার মাঝে ,হারিয়েছি কাকে ?
হায়রে-  হায়রে  ।
আমি একি ঘর সাঁজিয়েছি
তোমায় ছেড়ে __
আমি একি সুখ খুজেঁছে
তোমায় রেখে  ।
হায়রে -হায়রে

আমি সুখ খুঁজে –খুঁজে
তোমায় দিলাম ছেড়ে
ছেড়ে দিলাম স্মৃতিরও পাতা ।
আমি অভাবের ভয়ে
স্বভাবের তোমায়
একবার বুঝতেও চাইনি l

গীতিকাব্য : ২৫/o৬/২০১৬ইং
http://rukhanakash.blogspot.com/?m=1
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৩৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০১/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সোলাইমান ১৩/০১/২০১৭
    অনন্য কাব্য ভাবনার অনবদ্য উপস্থাপন কবি ! বিমোহিত !!
    প্রিয় কবির জন্য এক রাশ রক্তিম শুভেচ্ছা ও গভীর ভালোবাসা রেখে গেলাম ।
    ভালো থাকুন সবসময় !!
  • আমি-তারেক ০৪/০১/২০১৭
    valo..
  • ছবিটার অর্থ বুঝিয়ে বলবেন।
  • রাবেয়া মৌসুমী ০৩/০১/২০১৭
    শুভেচ্ছা রইলো।
  • ভালো। শুভেচ্ছা।
 
Quantcast