www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিংশের গর্জন

বিংশ হল __
বৃক্ষের মত,
কড়া রোদে নিজে জ্বলে,
অন‍্যকে দেয় শীতল ছায়া,
চায় না প্রতিদান।
বিংশ, সিংহের মত হিংস্র,
অপরাজয়কে ভাঙ্গিয়া,
উৎশৃঙ্খলকে দামিয়া নুয়ায় মাথা।
গর্জনে কাপিয়া ওঠে মহাসাগরের ঢেউ।
আঠারোর সকল ভুল করে সমাধান।
নদীর ধারে গিয়ে,
গাহে প্রেমের গান।
গানের তালে তালে
নাচে তার প্রাণ।

রমণীর কারণে,
যে অশ্রু তাহার ঝরেছে
সে নয়নে নতুন স্বপ্ন
সে নিজ হাতে বুনেছে !
ভাঙ্গিয়া অাঘাত,
এসেছে প্রভাত
বহুদিনের অন্ধ নয়ন,
পাইলো দৃষ্টি;বিংশের কল্যাণে।
বিংশ তুমি ধরাধামা
অহংকারী
পিষ্ট হও তবুও রিষ্ট হওনা।
(সংক্ষিপ্ত)
রচনাকাল :১০/১০/১৩
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৩৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/১২/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মোঃ মুলুক আহমেদ ১৫/১২/২০১৫
    ভালো লিখেছেন|
  • পরিতোষ ভৌমিক ২ ১৩/১২/২০১৫
    এটা তো বাংলা কবিতায় পড়েছি । এখানে আবার কেন ?
  • সুকান্ত ভট্টাচার্যের আঠারো বছর বয়স কবিতাটি মনে পড়ে গেলো। ভালো কবি। শুভ কামনা।
  • বিংশ কথন বুঝিতে পারি নাই। ইহা কি কোন মীথোলজিক্যাল কনসেপ্ট লইয়া কাব্য?
 
Quantcast