এ গল্প এখানেই শেষ নয়
শ্রীমঙ্গলের সবুজে মোড়ানো চা-বাগান আর নীরব পাহাড়ি ছায়ায় দাঁড়িয়ে ইহান তাকিয়ে ছিল ইনিয়ার দিকে। ইনিয়া তখন গুনগুন করে গাইছিল, “তোমায় হৃদ মাঝারে রাখবো…”। তার কণ্ঠে ভেসে আসছিল ভালোবাসার সুর, যা শোনার জন্যই বোধহয় প্রকৃতিও থমকে ছিল।
তিন বছরের সম্পর্কের অসংখ্য স্মৃতি একে একে ভেসে উঠছিল ইহানের চোখে। ওদের প্রথম দেখা, প্রথম হাত ধরা, প্রথম ঝগড়া… আর আজ, শ্রীমঙ্গলের এই সফরে যেন সব কিছু নতুন করে শুরু হলো।
সন্ধ্যার দিকে লাউয়াছড়া বনের ভেতর হাঁটতে হাঁটতে হঠাৎই ইনিয়া হারিয়ে যায় চোখের আড়ালে। পাগলের মতো খুঁজতে খুঁজতে হঠাৎ একটা গাছের নিচে ইহান দেখতে পায় ইনিয়াকে—চোখে জল, হাতে একটা ছোট বাক্স। ইহান কিছু বলার আগেই ইনিয়া বাক্সটা এগিয়ে দেয়। খুলতেই দেখা যায়, একটা আংটি।
ইনিয়া হেসে বলে, “তিন বছর তুমি চাওনি, এবার আমি চাই—চলো সারাজীবন একসাথে ঘুরি?”
ইহানের চোখে জল, মুখে হাসি—প্রকৃতি সাক্ষী থাক, ভালোবাসার এ গল্প এখানেই শেষ নয়।
তিন বছরের সম্পর্কের অসংখ্য স্মৃতি একে একে ভেসে উঠছিল ইহানের চোখে। ওদের প্রথম দেখা, প্রথম হাত ধরা, প্রথম ঝগড়া… আর আজ, শ্রীমঙ্গলের এই সফরে যেন সব কিছু নতুন করে শুরু হলো।
সন্ধ্যার দিকে লাউয়াছড়া বনের ভেতর হাঁটতে হাঁটতে হঠাৎই ইনিয়া হারিয়ে যায় চোখের আড়ালে। পাগলের মতো খুঁজতে খুঁজতে হঠাৎ একটা গাছের নিচে ইহান দেখতে পায় ইনিয়াকে—চোখে জল, হাতে একটা ছোট বাক্স। ইহান কিছু বলার আগেই ইনিয়া বাক্সটা এগিয়ে দেয়। খুলতেই দেখা যায়, একটা আংটি।
ইনিয়া হেসে বলে, “তিন বছর তুমি চাওনি, এবার আমি চাই—চলো সারাজীবন একসাথে ঘুরি?”
ইহানের চোখে জল, মুখে হাসি—প্রকৃতি সাক্ষী থাক, ভালোবাসার এ গল্প এখানেই শেষ নয়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আমি-তারেক ০৫/০৭/২০২৫Onek sundor shironam
-
এস. কে. সুবল চন্দ্র মামাহাত্ম্য ২৮/০৫/২০২৫গল্পটা বেশ, রোমাঞ্চকর।
-
ফয়জুল মহী ২৪/০৫/২০২৫চমৎকার লিখেছেন প্রিয় কবি শুভেচ্ছা সহ শুভ কামনা রইলো