www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শত বছরের মরু

তাঁরা যতই উঠুক ঐ দূর গগনে
চাঁদ হেসে যাক পূর্ন হাস্যে;
এ চোখতো খুজতে যায়না তার বিন্দুও
তিমির কান্তারে হারায় জানিনা কি রহস্যে।

এ হৃদয় যে তপ্ত হয়ে হয়ে শেষে
ধূসর ধ্রুমতায় মিশে গেছে বাতাসে;
আকাশে কালো মেঘ_বৃষ্টি নামবে এখনি
এ মরুর তাতে কি সান্তনা আসে।

উর্বর মৃত্তিকায় বাড়ন্ত ফসল মলয়ে দোলে
রক্ত গাঁদায় ছেয়ে গেছে আঙ্গিনার পাশ;
চির কাঙ্গালের কি প্রয়োজন সম্বলের
পুষ্পের সুভাষে বিষাক্ত হয় শ্বাস।

কত পাখি উড়ে যায় মধুর কলতানে
কত গানে মাতোয়া এ পৃথিবীর মানুষ;
আমার জীর্ন হৃদয় শুধু বুঝে আর্তনাদ
তিলে তিলে ক্ষয়ে গেছে রঙ্গীন ফানুস।

এখন খুজি শুধু মৃত্যুর সুরঙ্গ পথ
আধারে ঘেরা কোন নির্জন স্তব্ধ রাত;
এ জগতের সব রঙ্গীলা প্রহর ছেড়ে
সুরলোকের দীঘল স্রোতস্বেনীতে হবো স্নাত্।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৭২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/০৬/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সাঁঝের তারা ১১/০৬/২০১৮
    বেশ
  • মানবজীবনের ছবি।
 
Quantcast