www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অনলাইন সম্পর্ক

এক বছর হলো ওনার সাথে পরিচয়। থাকেন ভারতে। কোন রাজ্যে সেটা প্রাইভেসি মেন্টেন করতেছে, তাই বলছি না। এক বছর গত থেকে গল্প শুরু করি......?
- ফেসবুকে বারে বারে দেখতাম ভারতের একজন বিশিষ্ট মানুষ তার চলন্ত জীবনের পিক আপলোড দিচ্ছেন। অত কিছু ভাবতাম না!
ভারতে থাকেন, একজন বিশিষ্ট মানুষ। আমার ফ্রেন্ড লিস্টে এমন একজন ব্যক্তি আছে, এটাতে আনন্দ পাবারি কথা। আনন্দ উপভোগ করতাম। একদিন দেখি তার ছেলে অলম্পিকে একটি গেমে( কি খেলা..? -প্রাইভেসি বজায়) স্বর্ণ অর্জন করেছেন। সারা ভারতে হুলুস/থুলুস!
আমিও আনন্দের চটকায় এক প্রকার রিপলাইহীন আশা নিয়ে ম্যাসেঞ্জারে ওনাকে টেক্সট দিলাম, "Congratulation to your son, from Bangladesh."
আমি রিপলাই পাবার এক বিন্দু আশা পেটে রাখি নি! বলতে পারেন "খালি পেট আশা"!!! আশাহত ভরপেট নিয়ে এই টপিক কয়েক ঘন্টার জন্যে ভুলে গেলাম।
সকালে ঘুম থেকে উঠে, ফাস্ট ডাটা অন, তারপর ম্যাসেঞ্জারের টুং শব্দ.... আশ্চর্য! ভদ্র লোক খুব বিনয়ের সাথে রিপলাই দিয়েছেন। সম্পর্কের শুরুটা এখানেই..........
এক বছরে সম্পর্কের গাছটি বেশ মোটা এবং বহুল ডালপালা বিশিষ্ট হয়েছে। ফুল ফুঁটছে.... শীঘ্রই ফল আসবে। বাকি গল্প পরের পোষ্টে.......😊💜
বিষয়শ্রেণী: গল্প
ব্লগটি ৯৩৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/০৭/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast