www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তোমার জন্য

তুমি জান কি তোমার জন্য আমার বেঁচে থাকা
আমার হৃদয় দেউলে তোমার প্রতিমা আছে রাখা
আকাশ বাতাস সাক্ষী আমি তোমায় পেয়েছি কাছে
এই জগতে তার চেয়ে আর সুখ বল কি আছে
তুমি আমার সাধনক্ষেত্র আমার আরাধনা
তোমার জন্য আশ্রমখানা করেছি রচনা
জীবন পথের সাথী তুমি অন্ধকারে আলো
মনের সব কালিমা মুছে মঙ্গল দীপ জ্বালো
সুন্দর তব দুটি আঁখি সুন্দর অধর ওষ্ঠ
তব কালো কুন্তলে মন হারাতে যথেষ্ট
রিনিক ঝিনিক নুপুর বাজে শ্রবনেতে শুনি
পুষ্পমাল্য হস্তপরে মূদ্রা আবাহনী
সোনার অঙ্গে সোনার কাঁকন কে কার অলঙ্কার
চন্দ্রমুখ ঐ পূর্ণিমাতে দেখায় চমৎকার
হাসলে তুমি মরুভূমি শীতল হয়ে যায়
বরফগলা নদীর গতি থমকে থেমে যায়
বাসলে ভালো বনের পাখি ঘর বাঁধতে চায়
মায়া ভরা সোহাগ পেতে মন করে আঁইঢাই
দৃষ্টি দিলে বৃষ্টি ঝড়ে লজ্জায় মেঘ থেকে
পেখম মেলে ময়ুর নাচে বনে থেকে থেকে
ডাকলে কাছে কে আর আছে পেছন পানে যায়
তোমার উদার আহ্বানে মুগ্ধ বিশ্ব প্রায়
প্রিয়ে তোমার আকর্ষণে পাগলপারা হয়ে
হৃদয় সদা হারায় দিশা তোমার পায়ে পায়ে
রাধে তুমি তোমার জন্য সকল প্রয়াস করি
তোমার সুরে সুর বেধে হই আমি বংশীধারী
লক্ষী তুমি নারায়ণী আমারও উপাস্য
ভক্তিডোরে বাধা পড়ি শুনতে অবিশ্বাস্য
তোমার হৃদে একটুখানি বসতে আসন দিও
হে প্রেয়সী সবার চেয়ে তুমিই আমার প্রিয়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৫৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • দীপঙ্কর বেরা ১১/১১/২০১৩
    Ki sundar . Bhalo laglo .
 
Quantcast