www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কৌতুক-২


১ম: মিছে কল করলে তাকে বলে মিসকল।
২য়: আর পিছে কল করলে তাকে কি বলে?
১ম: কেন  পিসকল!


১ম: কে যেন আমাকে রোজ মিস কল দেয়।
২য়: এটাতো সৌভাগ্যের বিষয়। পৃথিবীতে অন্তত 
একজনতো তোকে মিস করে।  


১ম: বুকের মধ্যে খুব কষ্ট হচ্ছে।
কিছুক্ষণ আগে একটা এ্যাকসিডেন্ট দেখলাম।
২য়: শব্দটা ইনসিডেন্ট হবে।
১ম: সে কি দূর্ঘটনাকে ঘটনা বলবো কেন?
২য়: কারণ সেটা স্রষ্টা পরিকল্পিতভাবে ঘটিয়েছে।


১ম: আগের অনুষ্ঠানের চেয়ে এবার তোর তানটা ভালো হয়েছে।
২য়: তা তো হবেই আগের অনুষ্ঠানেতো মুখে মশা ঢুকেনি ।


১ম: ধন্যবাদ। ভাই আপনি একজন সমঝদার শ্রোতা।
সবাই চলে  গেছে অথচ আপনি বসে আছেন।
২য়: কি করব আপনি যে পাটিতে বসেছেন সেটাতো নিতে হবে।


১ম: কাল আমার জন্মদিন তুই এলে খুশি হবো।
২য়: ভুল বললি। কাল তোর জন্মবার্ষিকী।
১ম: সবাই যে বলে হ্যাপি বার্থ ডে।
২য়: তুই শুরু কর। দেখবি সবাই বলবে-
      ‘হ্যাপি বার্থ এ্যানিভারসারি’।


১মঃ তোমার জন্য আমি কত সময় অপেক্ষা করলাম। অথচ তুমি বলছ আমাকে বিয়ে করবে না। এটা কি যুক্তিসঙ্গত?
২য়ঃ অবশ্যই। কারণ সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি।



১ম: ভেঙ্গে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে- এই রবীন্দ্রসঙ্গীতটা চমৎকার না?
২য়: হ্যাঁ সুরটা ভাল। তবে কথা একটু এলোমেলো। মনে হয় গানটা রবীন্দ্রনাথ বুড়ো বয়সে লিখেছেন; নইলে নজরুলের মতো লাথি মার ভাঙরে তালা লিখতেন।
   

১ম: হৈমন্তী গল্পের অপু আরেকটু সাহসী হলে হৈমন্তী মরতো না।
২য়: তা ঠিক। তবে তা অপূর জন্য দূর্ভাগ্যের হতো। কারণ কথায় বলে অভাগার গরু মরে আর ভাগ্যবানের বউ।

১০
১ম: তোমার জন্য আমি মরতে রাজি আছি।
২য়: তাহলে আমি কার জন্য বেঁচে থাকব।
১ম: তাইতো।  চল এক মরণে দুজন মরি।
২য়: তাতে লাভ কি হবে ?
১ম: কেন ! আর জনমে হংস মিথুন হব।
বিষয়শ্রেণী: কৌতুক
ব্লগটি ৯০৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast