www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মমতাময়ী

মা আমাকে জন্ম থেকে চোখে চোখে রাখে
আমায় ঘিরে সফলতার হাজার স্বপ্ন আঁকে
পড়াশোনায় গান বাজনায় সফল হতে হবে
তাঁর ছেলে যে সকল কাজে সফল হবে ভবে
এই বিশ্বাস সকল মায়ের সন্তানদের জন্য
তাঁর ছেলে যে সবার মাঝে হবে অগ্রগণ্য
পূর্ণ করছি মায়ের আশা একটু একটু করে
মায়ের ঋণ হয় না তো শোধ কোনকিছু করে
মায়ের আশীষ পেলে জীবন ধন্য হয়ে যায়
ক’টা ছেলে তেমন করে মায়ের আশীষ পায়
শৈশবে মার কোলে শুয়ে মাতৃদুগ্ধ খায়
কৈশরে সে মাঠে ঘাটে খেলতে চলে যায়
যৌবনে কেউ মোহের বশে যায় যে মাকে ছেড়ে
মা যে কি ধন বোঝে যখন যায় মা পরপারে
স্বার্থে ভরা এই যে ধরা মায়ের মমতায়
শান্তি খোঁজে মার আঁচলের সুনিবিড় ছায়ায়
মায়ের কোলে শিশুর হাসি কী অপরূপ দৃশ্য
মা না হলে সব থেকেও কেমন যেন নিঃস্ব
কালের স্রোতে সবাই যাবে সন্তান তার মা হারাবে
শোক যাতনা সবাই পাবে এটাই স্বাভাবিক
হয় বাসনা মনে তবু মা যাবে না কোথাও কভু
নিঠুর কেন এমন প্রভু বিচার নয় সঠিক
কেউ যদি চায় চলে যেতে তখন প্রভু পারবে নিতে
সময় সীমা বেঁধে দিতে হবে না তো আর
গণতন্ত্রের নিয়ম মত স্বাধীনতার শর্ত মত
জন্ম মৃত্যু বিবাহেতো সবার অধিকার
ইচ্ছে হলে জন্ম নেবে চাইলে তবে মৃত্যু হবে
বাসলে ভালো বিয়ে হবে এমনি জগৎ চাই
মাও রবে ছেলেও রবে ইচ্ছেগুলো পূরণ হবে
মাকে ছাড়া এ জগতে কোথাও সুখ নাই।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭১০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আজ বিশ্ব মা দিবস। এমনি এক মা দিবসে লেখা কবিতাটি আবার খুলে দেখলাম।
  • Înšigniã Āvî ০৫/১০/২০১৩
    অসাধারণ
  • সহিদুল হক ০৫/১০/২০১৩
    যথার্থ মাতৃ-বন্দনা।
  • মায়ের প্রতি চরম ভালবাসার বহিপ্রকাশ ঘটেছে কবিতা।সুন্দর।
    • ধন্যবাদ সাখাওয়াৎ। আমার মায়ের অক্লান্ত পরিশ্রম, সুন্দর স্বপ্ন ও অনেক ত্যাগের ফসল এই আমি। আপনাদের দোয়াই আমাকে সফলতার স্বাদ দেয়
 
Quantcast