www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বন্ধু বনাম বন্ধুত্তম

বন্ধু আসে একটু হাসে বিদায় নিয়ে চলে যায়
বন্ধুত্তম পাশে বসে চলছে কেমন জানতে চায়
বন্ধু দেখে সুখের হাসি দুঃখে পাশে রয় না
বন্ধুত্তম সান্ত্বনা দেয় মুছিয়ে দেয় কান্না
ঝগড়া হলে বন্ধু ভাবে শেষ হয়েছে বন্ধুত্ব
বন্ধুত্তম ঝগড়া করে কমায় মনের দূরত্ব
ঘুম ভাঙালে বিরক্ত হয় বন্ধু করে ঘৃণা
বন্ধুত্তম প্রশ্ন করে সময় হলো কি না
বন্ধু বসে তক্তপোসে অতিথিদের মতো
বন্ধুত্তম রান্নাঘরে সহায়তায় রত
সুখের দিনের গল্প শুনে বন্ধুর হয় ঈর্ষা
সুখের কথা মন্থনেতে বন্ধুত্তমের লিপ্সা
বন্ধু চায় সহায়তা যখন যেথায় লাগে
বন্ধুত্তম এগিয়ে আসে অন্য সবার আগে
বন্ধুর প্রায় সময়ই নাই ব্যস্ত জীবনযাত্রী
বন্ধুত্তম সকল কাজে পাশের অভিযাত্রী
প্রয়োজনে টেলিফোনে বন্ধুর কথা বলা
বন্ধুত্তম অকারণে গাঁথে কথার মালা
বন্ধু ভাবে কি বলব কি বা বলার আছে
বন্ধুত্তম কথার ঝুলি সব কথা তার কাছে
তাই বলা যায় বন্ধু হয়তো হবে দুয়েকজন
বন্ধুত্তম ভাগ্যগুনে মেলান নিরঞ্জন।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৯০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ইব্রাহীম রাসেল ০২/১০/২০১৩
    --দারুণ লিখেছেন--
  • সহিদুল হক ০২/১০/২০১৩
    সুন্দর কবিতা।
    • ধন্যবাদ সহিদুল হক। বন্ধুত্তম শব্দটি কি খুব বেশী দাবী হয়ে যায়?
  • বিশ্বজিৎ বণিক ০২/১০/২০১৩
    হটাৎ রাস্তায় , পার্কের বেঞ্চিতে ,
    হারিয়ে যাওয়া কেউ
    থমকে গিয়ে বলে , বন্ধু-
    কি খবর বল ? কতদিন দেখা হয়নি ...
    খুব ভালো লেগেছে দাদা ।
  • Înšigniã Āvî ০২/১০/২০১৩
    অনন্য..
  • ইসমাইল জসীম ০২/১০/২০১৩
    চমৎকার বিষয় নয়ন। আমার ভালো লাগলো।
 
Quantcast