www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দিশেহারা

তুমি আমার কবিতা লেখার প্রেরণা হয়ে থাক
তুমি আমার গানের কথার ছন্দ হয়ে থাক
আমার গানে আমার প্রাণে কাছে দুরে সকল স্থানে
আমার চিন্তায় সারাক্ষণের সঙ্গী হয়ে থাক
আমার বাণী তোমার তরে তবু যখন কেউ তা পড়ে
মনে করে তুমি আমায় আপন করে রাখ
আমি জানি তোমার কথা কেউ কখনো বোঝেনা তা
তুমি আমি ভিন্ন কোথা ভিন্ন হবো নাক
ভাবনা আমার তোমায় ঘিরে প্রাণ পেয়েছে ধীরে ধীরে
তৃষ্ণা আমার তোমার তীরে বেঁধেছে এক সাঁকো
তোমার ছবি এ অন্তরে এঁকে রাখি যত্ন করে
তোমার মনে যেমন করে আমার ছবি আঁক
সে নাম সদাই গোপন রাখি যে নাম ধরে তোমায় ডাকি
সঙ্গোপনে আমাকে কি প্রিয় নামে ডাক
তুমি আমার গল্পে এক গল্প হয়ে থাক।
গভীর রাতের অন্ধকারে তোমার কথা স্মরণ করে
যখন জন্ম গ্রহণ করে নতুন কবিতা
দিনের আলোর পরশ পেলে প্রথম সে তার দৃষ্টি মেলে
প্রথম তোমার কানে ফেলে প্রথম শুনি তা
তুমি হাস ভালবাস শব্দ হয়ে কাছে আস
স্পর্শ হয়ে দুঃখ নাশ হে পরিচিতা
তোমায় ছাড়া দেয় না ধরা কবিতার ঝর্ণাধারা
জীবন যেন ছন্নছাড়া হে পরিণিতা
এই মিনতি তোমার কাছে তোমার মাঝে যে ধন আছে
সে ধন দিয়ে নতুন সাঁচে নতুন ভুবন গড়
অসীম আকাশ তারায় ভরা এই পৃথিবী শিলায় গড়া
নয়ন কেন দিশেহারা এত কথার পরও।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৪২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ইব্রাহীম রাসেল ৩০/০৯/২০১৩
    বাহ! সে থাকলেই সব হবে। দারুণ উপস্থাপনা
    • আসলে সে না থাকলে কবিতা হবে দুঃখের, হতাশার, বিরহের। আমি সুখের, আশার, আনন্দের কবিতা লিখতে চাই। সে প্রেরণা সেই দিতে পারে। ধন্যবাদ ইব্রাহীম রাসেল
  • Înšigniã Āvî ৩০/০৯/২০১৩
    দারুন...
    তাই মনে পড়ল গানটা..... "তুমি না থাকলে"
  • সহিদুল হক ৩০/০৯/২০১৩
    প্রিয়াই কবিতা লেখার প্রেরণা,এটাই এই কবিতার মূল বক্তব্য।
 
Quantcast