www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমি নারী

আমি নারী-
ন‌ইকো তোর হাতের খেলনা,
আমি নারী-
ন‌ইকো তোর পাতের ফ‍্যালনা।

আমি ন‌ইকো শুধু মাংসের দলা,
আভ্রু বেঁচার হাতিয়ার-
আমি ন‌ইকো শুধু ললাট‌ধারী,
সিঁদুরে তোর অধিকার।

এই শ্বাপদসংকুলে আমি ন‌ইকো কেবল-
পরগাছা, রোরুদ‍্যমানা;
আমি ন‌ইকো শুধু অসূর্যস্পশ‍্যা-
বন্ধ‍্যা কিংবা সর্বংসহা।

আমি নারী,
গর্ব‌ধারিণী, বীরপ্রসূ, বক্ষে অন্নপূর্ণা।
আমি নারী,
শয়নে, স্বপনে, বিশ্বজনীন-
অগ্রজ আকাশ‌চারী,
সর্বশ্রেষ্ঠ কন্যা।

আমি অনতিক্রম‍্য, অরিন্দম,
বিহঙ্গ, আচারনিষ্ঠ;
আমি‌ই বর্ণচোরা, আস্তিক কিংবা নাস্তিক-
সৃষ্টিতে আমিই জ‍্যেষ্ঠ।

আমি যে আমাতেই সৃষ্ট, আমাতেই পুষ্ট,
আমাতেই ক্লিষ্ট, আবার কখনো কনিষ্ঠ।
আমি নারী,
মৃন্ময়ী, দুর্নিবার, দুর্জয়, দু্রধ‍্যয়,
আমি অবিনশ্বর, ক্ষণজন্মা,
আর ন‌য় জীবন্মৃত, নশ্বর, নবোঢ়া;
সৃষ্টির দাপটে আজ হতে আমি-
বনস্পতি, স‌্বয়ংবরা।

(২৫শে ডিসেম্বর সোমবার, ২০১৭)
copyright©সন্দীপন পাল (Sandipan Pal)
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮২২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩১/১২/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আবু সাইদ লিপু ০৭/০১/২০১৮
    বিদ্রোহীর মত!!!
  • সাঁঝের তারা ০১/০১/২০১৮
    অপূর্ব উপস্থাপনা! শুভ নববর্ষ প্রিয় কবি...
  • নারী হল মেঘবালিকা।
  • মধু মঙ্গল সিনহা ৩১/১২/২০১৭
    খুব সুন্দর।
 
Quantcast