www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

গোপাল ভাঁড় ও রাজার স্বপ্ন

গোপাল ভাঁড় রাজার দরবারে এলে তাকে জব্দ করার জন্য রাজা সভাসদদের উদ্দেশ্য করে বলতে লাগলেন,

"আজ ভোরে আমি এক অদ্ভুত স্বপ্ন দেখলাম! স্বপ্নে দেখি যে আমি ও গোপাল ভাঁড় সরু এক রাস্তা দিয়ে হেটে যাচ্ছি। রাস্তার দুই পাশে বড় দুই দীঘি। এক পাশে ক্ষীরের দীঘি, অপর পাশে গোবরের। হাটতে হাটতে তাল সামলাতে না পেরে আমরা দু'জনই দীঘিতে পড়ে গেলাম। আমি পড়লাম ক্ষীরের দীঘিতে, আর গোপাল ভাঁড় গিয়ে পড়লো গোবরের দীঘিতে।"

শুনে তো সভাসদরা সবাই হো হো  করে হেসে উঠলো। গোপাল ভাঁড়ও খুব অবাক হয়ে রাজাকে বলতে লাগলো,

"তাই নাকি?! আজ আমিও যে ঠিক এই স্বপ্নই দেখছিলাম সে সময়!!"

এই শুনে সবার হাসি আরও বেড়ে গেলো।

গোপাল ভাঁড় বলতে থাকলো,

"তবে আমার স্বপ্ন এখানেই শেষ হয়নি। আমি দেখলাম যে আমরা দু'জনই আবার দুই দীঘি থেকে রাস্তায় উঠে এলাম। রাজার সারা শরীর ক্ষীরে মাখামাখি, আর আমার শরীর গোবরে সয়লাব। তো রাজা আমাকে বললেন যে এই অবস্থায় তো হাটা সম্ভব না, চলো আমরা একে অপরের গা চেটে পরিস্কার করে দেই। রাজার হুকুম, কি আর করা, আমি তাই রাজার শরীরের ক্ষীর চেটে পরিস্কার করে দিলাম। আর রাজা আমার গায়ের গোবরগুলো সব চেটে পরিস্কার করে দিলেন।"

এই বলে গোপাল ভাঁড় হেলেদুলে তার আসনে গিয়ে বসলো। এদিকে রাজাসহ পুরো সভাসদ একেবারে থ!

বিষয়শ্রেণী: কৌতুক
ব্লগটি ১৬৮২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/০৮/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • দারুণ
  • তরুণ কান্তি ০৬/০৭/২০১৮
    খুবই উপভোগ্য ।
  • খুব ভাল
  • রাহাগির ১৫/০৯/২০১৩
    পরেছি আবার ভাল লাগল
  • অসাধারন হয়েছে :D
  • ওয়াহিদ ১৩/০৯/২০১৩
    Hm,Marattok Chalak .... :D
  • jahangir ০৭/০৯/২০১৩
    need moooorrrrrrreeeeee.
 
Quantcast