নাহ্ কিছু না
    পাশফিরে তাকাতেই চোঁখাচোঁখি হলো বালিকার সাথে ।মনে মনে ভাবছি আর তলিয়ে যাচ্ছি বালিকার কাজল কালো চোঁখের মায়ায় ।
হঠাৎ চেতনায় ফিরে প্রশ্ন করলাম কিছু কি বলবে ?
রহস্যময় দীর্ঘ হাসি দিয়ে বালিকার জবাব
নাহ্ কিছু না ,কোন কথা নেই ।।
হঠাৎ চেতনায় ফিরে প্রশ্ন করলাম কিছু কি বলবে ?
রহস্যময় দীর্ঘ হাসি দিয়ে বালিকার জবাব
নাহ্ কিছু না ,কোন কথা নেই ।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
- 
        সোলাইমান ১৩/১২/২০১৬খুব সুন্দর, পরে মুগ্ধ হলাম।
 - 
        আমি-তারেক ১১/১২/২০১৬valo style of writing...
 - 
        ইন্তিখাব আলম ১১/১২/২০১৬দারুন কবিতা। শুভেচ্ছা রইল।
 - 
        ডঃ সুজিতকুমার বিশ্বাস ১০/১২/২০১৬বা! আপনার সাথে আমিও বেশ মজে গেলাম। শুভেচ্ছা।
 
