www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

।।। স্মৃতি চিহ্ন।।।

যাবতীয় ব্যর্থতা, গ্লানির দহন,হৃদয় জ্বলন,
থাক থাক এগুলো আমারই থাক,
তুমি নিয়ে যাও শুধু শাশ্বত শুভ্রতাটুকু,
নিয়ে যাও তুমি আকাঙ্ক্ষা আর প্রত্যাশার
প্রাণোজ্জ্বল স্বপ্ন সিঁড়ি।

অমোঘ অমাবস্যা, বিনিদ্র রাত,
দ্বিধায় ভাসমান, অসাড় জীবন বোধ,
থাক থাক এগুলো আমারই থাক,
তুমি নিয়ে যাও দুটি স্বপ্ন মাখা চোখ,
আত্নবিনাশী সুখ সন্ধানে,
ছুটে চলুক জীবনের নিরুদ্দেশ খেয়া।

ক্লান্তির কাছে নুয়ে থাকুক জীবনের অপ্রাপ্তিরা ,
সাধ গুলো পড়ে থাকুক আহত পাখির মত
একাকী নির্জনে অলক্ষ্যে সবার ,
দহন বুকে গড়ুক পিরামিড সম অভিমান,
থাক থাক এগুলো আমারই থাক,
তুমি শুধু নিয়ে যাও অথৈ ভালবাসা।

চোখের কিনারা বেয়ে গড়ায় গহন রাত্রির শোক,
আকন্ঠ গ্লানিতে বাড়ুক জীবনের প্রিয় সব ক্ষত,
জন্মের ক্লেদে থাকুক অবনত শির,
সমস্ত পাপাচার করে ভর স্বীয় কাঁধের ওপর,
থাক থাক এগুলো আমারই থাক,
তুমি শুধু নিয়ে যাও হৃদয়ে তোমার আজ
পবিত্রতম বিশ্বাসটুকু ।

রৌদ্রের খরতাপে চৌচির জমি,
পুড়ে ধূসর হয় সবুজ বনানী,
জঞ্জাল আবর্জনায় মাখামাখি আজ মনের শরীর,
চোখের চাঁদে পেন্ডুলামের মত দোলে আমার নিঃসঙ্গতা,
থাক থাক এগুলো আমারই থাক,
তুমি শুধু নিয়ে যাও নিয়ে যাও,
বেঁচে থাকা এই একখন্ড সবুজ ফসলি জমি।

বর্ষার প্লাবনে জীবনে ডাকে বাণ,
ধুয়ে নিয়ে যায় আমার চোখের ফসলিম সংসার,
থাক থাক এগুলো আমারই থাক,
তোমার থাকুক শুধু-
বর্ষায় ধুয়ে যাওয়া স্বচ্ছ চোখ,
আর একখানি প্রস্ফুটিত শেফালী সকাল।।
==================.
# রূপনগর_ঢাকা_২৬/০৫/২০২০।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩০০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/০৫/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast