www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

।।। হে প্রভু দয়াময়।।।

গোধূলির শেষ আলোটুকুও ছিটিয়ে দিয়ে ,
সূর্য গেলো অস্তাচলে,
কি এক নির্মল নির্লিপ্ত ভঙ্গিমায়।
সন্ধ্যা নামছে এদেশের শহর গ্রামের বুক জুড়ে,
ক্রমশঃ নিকষ কালো অন্ধকারে আচ্ছন্ন
এখানকার পথ ঘাট,হাট বাজার,কুঁড়ে ঘর,
খুপরি, বস্তি, বিশাল অট্টালিকা, ইমারত।

শহরের রাস্তার ল্যাম্পপোষ্টের কৃত্রিম আলোয়,
কি এক ভৌতিক অনুভূতির দাপট,
রাতের অন্ধকার আরও প্রগাঢ় হয়ে
মায়াবিনী ডাকে আলিঙ্গন করতে চায়,
গ্রাম্য জনপদ।

দিনের আলোয় যতটুকুই বা স্বস্তি,
রাতের অন্ধকারে,
ততটাই আজ ভীত সন্ত্রস্ত মানুষেরা,
সারাক্ষণই না জানা এক ভয়ে সিঁটিয়ে থাকে ,
ঘরের দরজা জানালা বন্ধ করে
নিজ গৃহেই আজ তারা নির্বাসিত।

পাংশুটে মুখের উপর প্রলেপ বুলায় অমাবস্যার রং।
অসহায় ভঙ্গিমায় মুষ্টি বন্ধ দু-হাত,
কোন এক অদৃশ্য শত্রুর মোকাবিলায়,
আক্রমণের ভয়াবহতার চাইতেও
নিতান্তই অপ্রতুল প্রস্তুতি।
প্রতিটি মানুষের মুখে সেঁটে রয়েছে,
আজ শুধু মৃত্যু ভয়।

বিশ্ব জুড়ে তথাকথিত রাষ্ট্র নায়কের চোখে ঘুম নেই,
দিশেহারা, আজ তারা কিংকর্তব্যবিমূঢ়।
মানবতা ধ্বংসের জন্য তাদের এযাবত কাল,
উৎপাদিত, নামি দামী কোম্পানির
স্টেনগান , মেশিন গান, রেলগান,
হাইপারসনিক ,মিসাইল, পারমানবিক অস্ত্র,
কিংবা নাম না-জানা অস্ত্রের মজুদ দিয়েও,
পারছে না অদৃশ্য শত্রু ঠেকাতে।

পাড়া, মহল্লা, গ্রাম, শহর বন্দর, অলি গলি
সর্বত্র মৃত্যুর কুচকাওয়াজ,
স্পর্শে স্পর্শে নিরব ঘাতকের
কি এক দুর্নিবার ভালবাসায়,
পৃথিবী আজ মহা শ্মশান ।
চোখ বন্ধ করলেই শোনা যায়,
হাহাকার আর আহাজারির মাতম বাতাসে,
অসহায় মানব জাতি,
আজ আকাশের দিকে তাকিয়ে শুধু
তোমারই ক্ষমার প্রতীক্ষায়
শুধু তোমারই সাহায্য চায়,
হে! প্রভু দয়াময়, দয়া করো।।
++++++++++++++.
ঢাকা- ০৬/০৪/২০২০।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৬৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/০৪/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast