www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

।।। হে স্বাধীনতা- তুমি।।।

হে স্বাধীনতা,
তুমি এসেছো এ বাংলায়,
৭১ এর ২৫শে মার্চের ভয়াল কালো রাত্রিতে,
তুমি এসেছো বঙ্গবন্ধুর
দৃঢ় নেতৃত্ব আর সু-নিপুণ চিন্তার বিন্যাসে,
তুমি এসেছো
হানাদার, আল-বদরের নৃশংসতম হত্যাযজ্ঞের মাঝে,
তুমি এসেছো
নিরস্ত্র ও নিরীহ মানুষের লাশের মিছিলে মিছিলে ,
তুমি এসেছো
লক্ষ শহীদের বুকের তাজা রক্তের বন্যাতে,
তুমি এসেছো এ বাংলায়,
মা বোনের ইজ্জত সম্ভ্রমের বিনিময়ে,
তুমি এসেছো
পুত্রহারা মায়ের চোখের কালশিটে পড়া সিক্ত অশ্রুতে,
তুমি এসেছো
ভাই হারা বোনের গগন বিদীর্ণ মাতমে ,
তুমি এসেছো
নব বধূর পরণের সাদা কাফনের বসনে,
তুমি এসেছো এ জনপদে
বাবার আহাজারি আর বুক ফাঁটা আর্তচিৎকারে ,
তুমি এসেছো,
দীর্ঘ ন’মাস মুক্তিযুদ্ধের রক্তক্ষয়ী রক্ত স্নানে।।

হে স্বাধীনতা,
তুমি এসেছো
ভোরের পুব আকাশের রক্তিম সূর্যোদয়ে,
তুমি এসেছো
বাংলার লাল সবুজের একটি পতাকা হয়ে,
তুমি এসেছো
বাঙালীর আনন্দ-বেদনার মহাকাব্য তে ।।

হে স্বাধীনতা,
তুমি এসেছো
মেঠো পথের রাখালি বাঁশীর সুরে,
তুমি এসেছো
গাছের ডালে শ্যামা, দোয়েল,কোয়েলের কলতানে,
তুমি এসেছো
বট ছায়া তলে পথিকের ক্লান্তি নিবারণে,
তুমি এসেছো
হিজল তমাল বনের স্নিগ্ধ মায়ার টানে।।

হে স্বাধীনতা,
তুমি এসেছো
কবি,জারি,সারি,ভাওয়াইয়া গানের চরণে,
তুমি এসেছো
রবীন্দ্রনাথ আর নজরুলের কবিতা ও গানে,
তুমি এসেছো
লালন, শ্যামা আর মারফতির সুর সাধনে,
তুমি এসেছো
জয়নুল, সুলতান আর কাইয়ুমের তুলির আঁচড়ে।।

হে স্বাধীনতা,
তুমি এসেছো
কৃষকের লাঙলের ফলার আঘাতে
বিদীর্ণ জমির বুক চিরে,
সবুজ আর সোনালী ফসলের ফলনে,
তুমি এসেছো
কামার, কুমার, তাঁতি আর শ্রমজীবীর
শরীর সিক্ত ঘামে।।

হে স্বাধীনতা,
তুমি এসেছো বলে,
আজ আমরা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ,
আজ আমরা সৌহার্দ বন্ধুত্বের বন্ধনে অনবদ্য ,
আজ মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান
যে যার ধর্ম পালন করে একাগ্র চিত্তে ,
হে স্বাধীনতা,
তুমি এসেছো বলে পৃথিবীর বুকে
আমরা আজ স্বাধীন জাতি সত্তা,
তুমি এসেছো বলেই
দীর্ঘদিনের অধীনতা ও অনিশ্চয়তার
ঘোর অন্ধকার ঘুচিয়ে আজ আমরা
আলোর দিশারী,
তুমি এসেছো বলেই
ফের বাঙালীর মাথা উঁচু করে দাঁড়ানোর প্রত্যয় পেল ,
তুমি এসেছিলে বলেই
স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ আজ বিশ্ব
মানচিত্রে নিজ ঠিকানা খুঁজে নিলো।।

++++++++++++
নিরব_নির্বাসন ।
ঢাকা_২৪/০৩/২০২০।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩২০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/০৩/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast