www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

।।। সময় ও নিঃসঙ্গতা।।।

।।। সময় ও নিঃসঙ্গতা।।।
++++++++++++++

বহমান সময় মাঝে মাঝে,
কোথায় যেন আটকে যায়,
এযেন মালবাহী জাহাজের
নোঙরের মত,
সমুদ্র স্রোতের টানেও একচুল
নড়াচড়া করতে পারে না জাহাজ যেমন ,
ঠিক তেমনি।
কেন যে এমন হয় কে জানে?
হয়তো গতি জড়তার কারণে
এমনটি হতে পারে?
হয়তো এটাও ঠিকঠাক কোন বৈজ্ঞানিক
ব্যাখা নয়, তবে ?
মানুষের নিঃসঙ্গতা সময়কে
আটকে রাখে , আটকে দেয়।।

প্রতিদিন একই নিয়মে কষ্ট পায় মানুষ,
কোন রদ বদল নেই সেখানে,
জীবনের সাথে মানুষের এ এক
অলিখিত চুক্তি,
নিঃসঙ্গ কোণ আর নিঃসঙ্গ মানুষ
মিলে মিশে হয় একাকার।

পৃথিবীতে আজ অনেক মানুষের বাস,
তবুও নিঃসঙ্গতা এখানে প্রখর,
যারা বহমান সময়ের সাথে
গড্ডালিকা প্রবাহে গা ভাসায়
তারাই হয়তো এগিয়ে যেতে পারে
জীবনে অনেক দূর।।

মাঝে মাঝে নিঃসঙ্গতা প্রয়োজন,
নিজেকে চেনার,বিচার বিশ্লেষণে,
উপলব্ধিতে ,
নিঃসঙ্গতার মাঝে মানুষ খুঁজে পায়
তার ভাল-মন্দ গুন
আর দৈন্যতার সীমাবদ্ধতা ।

নিঃসঙ্গতা মানুষকে ভাবায়,
আনন্দিত করে তার সৎ কর্মের জন্য,
ধিক্কার জানায় মন্দ স্বভাবের কর্মকে,

জঘন্যতম মানুষও
পরিবর্তিত হয়ে ফিরে আসতে পারে
তার সুস্থ চিন্তাধারায় আর সুন্দর জীবনে ।।

নিঃসঙ্গতার কথা গুলো বোঝার
মন দরকার শুধু মানুষের,
এক রাশ কষ্ট নিয়ে,
ধুঁকে ধুঁকে জীবনের যবনী পাতের
কালো পর্দার অপেক্ষা কেনই বা করবে মানুষ?
নিঃসঙ্গতার মাঝে খুঁজে দেখো নিজেকে,
হয়তো খুঁজে পাবে,
আর ফিরে পাবে ফের
জীবনের মূল স্রোত ধারা ।।
++++++++++++
#নিরব_ নির্বাসন।
#ঢাকা_১১/০৩/২০২০।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩০৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/০৩/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast