।।। জমি ও হৃদয়।।।
    ।।। জমি ও হৃদয়।।। 
------------.
নষ্ট হয় ফসলি জমি,
আগাছায়, খরায়, অতি আর অনা- বৃষ্টিতে,
প্লাবনে, শ্রাবণে, নাগরিক সভ্যতার নান্দনিক রুপের কারণে।
নষ্ট হয় হৃদয় ,
নষ্ট মনে,সম্পদ, বৈভব, রুপ রুপশ্রীতে
অপাত্রে ভালবাসা দানে ।।
------------.
নিরব নির্বাসন।
ঢাকা – ১৩/০২/২০২০।
------------.
নষ্ট হয় ফসলি জমি,
আগাছায়, খরায়, অতি আর অনা- বৃষ্টিতে,
প্লাবনে, শ্রাবণে, নাগরিক সভ্যতার নান্দনিক রুপের কারণে।
নষ্ট হয় হৃদয় ,
নষ্ট মনে,সম্পদ, বৈভব, রুপ রুপশ্রীতে
অপাত্রে ভালবাসা দানে ।।
------------.
নিরব নির্বাসন।
ঢাকা – ১৩/০২/২০২০।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
- 
        পি পি আলী আকবর ১৪/০২/২০২০ভালো
- 
        মোহন দাস (বিষাক্ত কবি) ১৩/০২/২০২০খুব ভালো ।
- 
        সাইয়িদ রফিকুল হক ১৩/০২/২০২০ভালো।
- 
        সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৩/০২/২০২০ভালো
- 
        ফয়জুল মহী ১৩/০২/২০২০দারুণ ছন্দোময় ও বর্ণ।


