www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হবিগঞ্জের ঘটনা এবং কিছু কথা

মিডায়ার বিভিন্ন ক্রাইম প্রোগ্রামে একটা কথা প্রচলিত- 'মানুষ যতই আধুনিক আর ডিজিটাল হোকনা কেন মানুষের অনুভূতিগুলো কখনোই ডিজিটাল বা আধুনিক হয়না। তা সুপ্ত অবস্থায় থাকে। আর এ অনুভূতির অযাচিত নাড়াচাড়া মানুষের মধ্যে লুকিয়ে থাকা পশুত্বকে কখনো কখনো জাগিয়ে তোলে যা একটি মানুষকে নিশ্চিত অপরাধের দিকে ধাবিত করে।'

এবার আসা যাক আসল কথায়। হবিগঞ্জে যে ঘটানা ঘটছে তা নিঃসন্দেহ দুঃখজনক ও একটি ঘৃনিত কাজ। এর বিচার হওয়া উচিৎ। এখানে দুটি ছেলে মেয়েই টিনেজার। কিন্তু এ ঘটনার বাস্তব সূত্রপাত যে ভাবে হয়ছে এবং যে সমস্ত উপাদান এর পিছনে কাজ করেছে তাও যে ছিল অনাকাঙ্খিত এবং দুঃখজনক তা এখন ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে এবং স্পষ্ট হচ্ছে।

তাই বলতে চাই মেয়েদেরও সংযত হওয়া উচিৎ। এমন কাজ করা উচিৎ নয় যা একটি অপরাধ সংগঠিত করাকে প্রায় অনিবার্য করে তোলে। আর ছেলেদের উদ্দেশ্যে বলবো, পশুত্বের নগ্ন প্রকাশ সভ্য সমাজে কাম্য হতে পারে না। তাই সচেতেন হতে হবে ছেলে-মেয়ে উভয়কেই।
বিষয়শ্রেণী: সমসাময়িক
ব্লগটি ৭৮০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/০৯/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ঘটনাটা অজানা তাই না জেনে মন্তব্য করা ভালো নয়। ঘটনাটা একটু সংক্ষিপ্ত প্রকাশ করার অনুরোধ করছি। শুভ প্রচেষ্টা। শুভেচ্ছা জানাই।
    • আপনার জানার সুবিধার্থে প্রকৃত ঘটনা প্রবাহের একটি রিপোর্ট নিচে হুবাহু কপি-পেস্ট করছি। ধন্যবাদ।

      লাঞ্ছিত ছাত্রী, যেভাবে অপরাধী হয়ে উঠে নম্র রাহুল
      || 2015-09-05 সময় : 17:59:27

      হবিগঞ্জ : ছাত্রী লাঞ্ছিতের ঘটনায় হবিগঞ্জসহ আলোড়ন সৃষ্টি হয় দেশব্যাপী। ওই ছাত্রের প্রতি ঘৃণাভরে ধিক্কার জানায় দেশবাসী। এমন ঘটনা সত্যিই লজ্জার। কিন্তু কেন এমন ঘটনা ঘটালো রুহুল আমিন রাহুল? এর নেপথ্যে বেরিয়ে এসেছে চমকপদ তথ্য। যেভাবে অপরাধী হয়ে উঠে নম্র রাহুল হবিগঞ্জ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ৯ম শ্রেণীর বাণিজ্য বিভাগের ছাত্র রুহুল আমিন রাহুল। রাহুল নামটি তার নিজের দেয়া। বাবা-মা’র রাখা নাম রুহুল আমিন। লেখাপড়া শুরু রাজধানীর মধ্যবাড্ডায় প্রাইমারি স্কুলে। বাবা ফজল মিয়ার রয়েছে মুদি মালের ব্যবসা। সেই সুবাদেই সেখানে থাকা রাহুলের। ৫ম শ্রেণী পর্যন্ত মধ্যবাড্ডা প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া তার। পরে তার বাবা তাকে পাঠিয়ে দেন হবিগঞ্জে। এরপর হবিগঞ্জের উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ট শ্রেণীতে ভর্তি করা হয় রাহুলকে। বসবাস শহরের রাজনগরে মামা মোবারক হোসেনের বাসায়। পাশের বাসার শাহজাহান মিয়ার শিশুকন্যা অর্ণা সে সময় ক্লাস ফাইভের ছাত্রী। ক্লাস ফাইভে পড়াকালীন অর্ণার সাথে সম্পর্ক গড়ে উঠে ৬ষ্ট শ্রেণীতে পড়া রাহুলের। এলাকার অনেকেই জানিয়েছেন, শিশু বয়সেই প্রেম নিবেদন চলে রাহুল ও অর্ণার। রাহুল ভর্তি হয় হবিগঞ্জ উচ্চ বালক বিদ্যালয়ে, আর এক বছর পর হবিগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ে ভর্তি হয় ৬ষ্ঠ শ্রেণীতে। দুই স্কুলের দূরত্ব একটি রাস্তা আর একটি ছোট পুকুর। যোগাযোগের ক্ষেত্রে কোনো বাধা ছিল না তাদের। মোবাইল বা ফেসবুকের মাধ্যমেও যোগাযোগ। এরই মধ্যে বিষয়টি দুই পরিবারের মধ্যে জানাজানি হয়। এ ঘটনায় ৮ম শ্রেণীতে উঠার পর রাহুলকে ফের ঢাকায় নিয়ে যান তার বাবা। কিন্তু ঢাকায় মন বসে না রাহুলের। পরিবারের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়, সে আর অর্ণার সাথে যোগাযোগ রাখবে না। তবুও সে হবিগঞ্জেই পড়তে চায়। বাধ্য হয়ে রাহুলকে হবিগঞ্জে পাঠান তার বাবা। আবারো ভর্তি হয় একই স্কুলের ৯ম শ্রেণীতে। বাণিজ্য বিভাগই বেছে নেয় সে। শনিবার দুপুর ১টার দিকে কোর্ট হাজত খানায় রাহুল গণমাধ্যমকে জানায়, দ্বিতীয়বার হবিগঞ্জে আসার পর অর্ণার সাথে সে কোনো যোগাযোগ করেনি। অর্ণাই তার সাথে যোগাযোগের চেষ্টা করতো। একপর্যায়ে পারিবারিক সিদ্ধান্তে স্কুলে যাওয়াও বন্ধ করে দেয় রাহুল। সে জানায়, একাধারে ২০ দিন সে স্কুলে যাওয়া হয়নি। শ্রেণীশিক্ষক বদরুল আলম খন্দকার খবর দিয়ে রাহুলকে স্কুলে নিয়মিত ক্লাস করতে বলেন। স্যারের নির্দেশে আবারো স্কুলে যাওয়া শুরু করে রাহুল। সে জানায়, ঘটনার কয়েকদিন আগে অর্ণা একটি কালো ব্যাগে করে কাপড়-চোপড় সাথে নিয়ে তার কাছে চলে আসে। বিয়ে করার চাপ দেয়। বয়স না হওয়ায় এখনই সম্ভব নয় জানালে তীব্র অভিমান করে অর্ণা। রাহুলের কাছ থেকে ফিরে গিয়ে অর্ণা হৃদয় নামের এক কিশোরের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। হৃদয়ের বাড়ি শহরের উমেদনগরে। বিভিন্ন কারণে অর্ণার সাবেক প্রেমিক রাহুলের প্রতি হৃদয় ক্ষুব্ধ হয়। অর্ণাই হৃদয়কে তার প্রতি ক্ষুব্ধ করে তোলে, দাবি রাহুলের। একদিন হৃদয় তার বন্ধুদের নিয়ে রাহুলকে স্কুলে যাওয়ার পথে অর্ণার স্কুলের সামনেই মারধর করে। ঘটনাস্থলেই পাশেই ছিল অর্ণা। অর্ণা তার বান্ধবীদের নিয়ে রাহুলকে নির্যাতনের কাহিনী প্রত্যক্ষ করে, হাসিঠাট্টা করে। এতে চরমভাবে লজ্জিত হয় রাহুল। প্রতিশোধ নেয়ার শপথটা তখন থেকেই। সুযোগ খুঁজতে থাকে রাহুল। সেই সুযোগটি আসে ২৬ আগস্ট বিকেলে। এবার বান্ধবীদের সামনেই অর্ণাকে চড়-থাপ্পড় মারতে থাকে রাহুল। দৃশ্যটি মোবাইলে ভিডিও রেকর্ড করে তার বন্ধ নোমান ও শাকিল। নোমান ও শাকিল ভিডিওচিত্রটি তাদের নিজেদের ফেসবুকে আপলোড করে ১ সেপ্টেম্বর। বিষয়টি জেনে সাথে সাথে তা ডিলিট করে দেয় রাহুল। কিন্তু এরই মধ্যে নোমান ও শাকিলের ফেসবুক ফ্রেন্ডদের কেউ কেউ দৃশ্যটি শেয়ার করে। ফেসবুক হোল্ডার শিশু হওয়ায় তাদের ফ্রেন্ড সংখ্যাও ছিল কম। এতে তা ছড়িয়ে পড়তে সময় লাগে ৪৮ ঘণ্টা। ৩ সেপ্টেম্বর সেই দৃশ্যটি চলে আসে সাংবাদিকদের কাছে। ১ ঘণ্টার ব্যবধানে দৃশ্যটিতে শেয়ার করে ৩ হাজারেরও বেশি ফেসবুক হোল্ডার, যার ভিউয়ার ছিল তখন ৪৮ হাজার। এরপর সেটি চলে যায় টিভি মিডিয়ায় ও ইউটিউবে। স্কুলছাত্রীকে প্রকাশ্যে চড়-থাপ্পড় মারার দৃশ্যটি ডিজিটাল দুনিয়ায় ছড়িয়ে পড়ে। ৪ ভাইয়ের মধ্যে রাহুল ৩য়। বড় ভাই তারেক থাই অ্যালুমোনিয়ামের দোকানে কাজ করে, ২য় ভাই কাউছার বেকার, ৩য় রাহুল, ছোট ভাই আমিনুল ইসলাম ৫ম শ্রেণীতে পড়ে। রাহুলের গ্রামের বাড়ি বড়ইউড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক বদরুল আলম গণমাধ্যমকে জানান, রাহুলের বাবা ফজল মিয়া দীর্ঘদিন ধরে বাড়িতে আসেন না। তিনি কোথায় থাকেন তাও গ্রামের অধিকাংশ মানুষ জানে না। কয়েক বছর পর পর তারা বাড়িতে আসেন। বাড়িতে বসতবাড়িঘরও নেই বললেই চলে। রাহুলের স্কুলের ৯ম শ্রেণীর ক্লাস টিচার বদরুল আলম খন্দকার জানান, রাহুল অত্যন্ত ভদ্র নম্র ছেলেদের একজন। সে ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণী পর্যন্ত আমাদের স্কুলে পড়েছে। ৮ম শ্রেণীর পর সে ঢাকায় চলে যায়। পরে ঢাকা থেকে আবার একই স্কুলে এসে ভর্তি হয়। তার আচার আচরণ ছিল মার্জিত। কেন এতোটা দুঃসাহসী হয়ে উঠলো বুঝতে পারছি না। তিনি জানান, যেহেতু ন্যক্কারজনক ঘটনার জন্য সে দায়ী, স্কুল কর্তৃপক্ষ এ ব্যাপারে যথোপযুক্ত সিদ্ধান্তই নেবে। নির্যাতিতা কিশোরী অর্ণা ঘটনার সাথে জড়িতদের শাস্তি দাবি করেছে। এরপর থেকে মিডিয়ার সামনে কোনো কথা বলেনি অর্ণা ও তার পরিবারের কেউ। শনিবার দুপুর ১টার রদিকে রাহুলকে নিয়ে হবিগঞ্জের সিনিয়র জুডিয়িাল ম্যাজিষ্ট্রেট নিশাত সুলতানার কোর্টে আসেন ওসি নাজিম উদ্দিন ও তদন্তকারী কর্মকর্তা ওমর ফারুক। সাথে ৭ দিনের রিমান্ড আবেদন। শিশু-কিশোর অপরাধ দমন আইনে জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কোনো সিদ্ধান্ত দিতে পারেন না। আইনি জটিলতায় কেটে যায় আরো কয়েক ঘণ্টা। দুপুর ৩টার দিকে রাহুলকে নিয়ে যাওয়া হয় কিশোর অপরাধ দমন আদালতের দায়িত্বপ্রাপ্ত জজ হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভিনের আদালতে। এ বিষয়ে এক আইনজীবী জানান, ছাত্রটি যেহেতু শিশু, তাই শিশু-কিশোর অপরাধ দমন আদালত ছাড়া অন্য কোনো আদালত এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে না। হবিগঞ্জ সদর থানার ওসি নাজিম উদ্দিন জানান, আইন অনুযায়ীই সবকিছু হবে। ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। স্থানীয়রা জানান, কিশোরী দোষ করলেও প্রকাশ্যে এভাবে নির্যাতন হবিগঞ্জে কখনো হয়নি। রাহুল আটকের পর তার বাবা ফজল মিয়া ঢাকা থেকে আসেননি। খোঁজ-খবর নেননি তার মা-ও। তার ভাইয়েরাও আসেনি থানায় বা কোর্টে। খোঁজ-খবর রাখছে রাহুলের মামার বাড়ির লোকজনই। প্রসঙ্গত, রাহুলের মামী মার্জিয়া বেগমকে আটক করার পরই তার স্বজনরা রাহুলকে পুলিশে সোপর্দ করে। এর আগে অন্তত ১৫ ঘণ্টা আত্মগোপন করে থাকতে সক্ষম হয় রাহুল। পুলিশও তাকে গ্রেফতার করতে রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালায়। গতকাল শুক্রবার দুপুরে সদর মডেল থানায় ওই ছাত্রীর বাবা শাহজাহান মিয়া বাদী হয়ে রাহুলের নাম উল্লেখ করে অজ্ঞাতদের আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। রাহুলের বাড়ি বানিয়াচং উপজেলার বড়ইউড়ি গ্রামে। সে শহরের রাজনগরে মামা মোবারক হোসেনের বাসায় থেকে লেখাপড়া করতো। ৫ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর

      সংবাদ লিংক: http://bangla.mtnews24.com/print.php?id=62232
  • ঘটনাটি জানলে আরও ভালো করে বোঝা যেত।
    • ঘটনাটির বিস্তারিত জানতে আপনাকে 'সমরেশ সুবোধ পড়্যা' ভাই-এর মন্তব্যে আমার উত্তরটি পড়ার অনুরোধ করছি অথবা জানতে পারেন নিচের লিংক থেকে। ধন্যবাদ।

      সংবাদ লিংক: http://bangla.mtnews24.com/print.php?id=62232
  • দীপঙ্কর বেরা ০৬/০৯/২০১৫
    Besh
    bujhlam
  • নির্ঝর ০৬/০৯/২০১৫
    ছেলেটি যে অপরাধ করেছে তা নিঃসন্দেহে শাস্তিযোগ্য অপরাধ। সবাইকে মনে রাখতে হবে, মা-বোন সবার আছে। আমরা সমাজের সবাই যদি একটু সচেতন হই তাহলে এ ধরনের অপরাধ অবশ্যই কমে আসবে।
    • আপনার মন্তব্যের সাথে আমি সম্পূর্ণ একমত। শুধুমাত্র যোগ করবো নারী-পুরুষ উভয়ে যেহেতু একে অপরের পরিপূরক সেহেতু সচেতন হতে হবে উভয়কেই।
  • পল্লব ০৫/০৯/২০১৫
    হবিগঞ্জে বখাটের ঘটনায় মেয়েটির সংযত হওয়া উচিত ছিলো বলে মন্তব্য করেছেন এই লেখায়। মেয়েটি কি করেছে তার বিস্তারিত ব্যাখ্যা বা সূত্রের উল্লেখ ছাড়া এধরণের মন্তব্য করাটা অনভিপ্রেত। আপনার কাছে নির্দিষ্ট কোন তথ্য থেকে থাকলে তার লিঙ্ক এখানে প্রকাশ করবেন দয়া করে। ধন্যবাদ।
    • ভাই ছেলেটির অপরাধ নিঃসন্দেহে যে মাত্রা ছাড়িয়েছে এ ব্যাপারে কোন সন্দেহ নেই। তাই প্রথমেই ছেলিটির শাস্তি দাবি করছি।
      ঘটনটি জানার পর যখন ইউটিউব থেকে অসম্পাদিত ভিডিওগুলো কয়েক বার ভালো করে দেখেছি তখন প্রতিবারই একটি কথা মনে হয়েছে, একজন বখাটে পূর্ব পরিকল্পিত একটি ঘটনার ক্ষেত্রে বখাটে সুলোভ আচারন থেকে অপ্রকৃতিস্থ আচরন কেন বেশী করছে? তাই মনে হয়েছে এটি কোন পূর্ব পুঞ্জীভূত ক্ষোভের পশুত্ব সুলোভ বহিঃপ্রকাশ।

      এবার আমার ক্ষুদ্র মস্তিষ্কের জ্ঞানে আপনার কাছে দুটি প্রশ্ন রাখছি-

      ১) ঘটনাটি যেহেতু নারী নির্যাতনের মতো একটি সেনসেটিভ বিষয় এবং মুলধারার মিডিয়ার জন্য একটি মুখোরোচোক সংবাদের উৎসহ, সেহেতু তারা ঘটনার আড়ালের প্রকৃত সত্য কতটা সমনে অনবে? তবে ঘটনার আড়ালের কিছু ঘটনা আপনার জনার সুবিধার্থে আমি মন্তব্যের শেষ অংশে একটি সংবাদ লিংক দিচ্ছি এবং চোখ কান খোলা রেখে দৃষ্টির অন্তরালের ঘটনা প্রবাহ জানার চেষ্টা করার জন্য অনুরোধ রাখছি।

      ২) আমরা যদি অপরাধ বা অপরাধে প্ররোচনার কারনের বিরুদ্ধে নূন্যতম প্রতিবাদি না হয়ে শুধুমাত্র অপরাধীর শাস্তির বিধানেই অন্ধভাবে সোচ্চার হই তবে অপরাধ প্রকৃত পক্ষে সমাজ থেকে কতটা কমানো সম্ভব বা অদৌ কমানো সম্ভব কিনা?
      ধন্যবাদ।

      সংবাদ লিংক: http://bangla.mtnews24.com/print.php?id=62232
 
Quantcast