নজর
তোমার কারো নজর না লাগুক
আমারও না !
বিধাতা তোমায় কুসুমের মতন কোমল রাখুক
তোমার কালো কেশ
আর দেহের শুভ্রতা চিরকাল থাকুক।
তোমার দীর্ঘ কাল চুলের
বাঁধ ভেঙে
আমার দীর্ঘ শ্বাস তোমার শুভ্রতায়
বিস্তারিত হবে
গুণী তুমি ,আমি পরম ভাগ্যবান
তোমার মাঝে জুড়াবে নয়ন , প্রাণ
অপরূপা থাকো তুমি চিরকাল , অম্লান ।
উৎসর্গ :
যার লাগি তরী বেয়ে যায়,
জীবন গতি
সেই জন কী রেখেছে খবর।
আমারও না !
বিধাতা তোমায় কুসুমের মতন কোমল রাখুক
তোমার কালো কেশ
আর দেহের শুভ্রতা চিরকাল থাকুক।
তোমার দীর্ঘ কাল চুলের
বাঁধ ভেঙে
আমার দীর্ঘ শ্বাস তোমার শুভ্রতায়
বিস্তারিত হবে
গুণী তুমি ,আমি পরম ভাগ্যবান
তোমার মাঝে জুড়াবে নয়ন , প্রাণ
অপরূপা থাকো তুমি চিরকাল , অম্লান ।
উৎসর্গ :
যার লাগি তরী বেয়ে যায়,
জীবন গতি
সেই জন কী রেখেছে খবর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৬/০৯/২০২৫দারুণ
-
ফয়জুল মহী ২৯/১০/২০২৪অসামান্য লেখনশৈলী
-
শ.ম. শহীদ ২৯/১০/২০২৪সুন্দর এবং পরিপাটি!
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৯/১০/২০২৪বেশ সুন্দর
-
ইকরামুল শামীম ২৮/১০/২০২৪অসাধারণ
