www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভালোবাসায় তোমার তুলনা

আমি কি করে করি তোমার তুলনা ,
এ জগতের প্রেমের মাজারগুলো
তুমার কাছে কিছুই তো নয় ,
প্রাণের মাঝে আমার চিরন্তন তোমারই
ভালোবাসার জয় ।
ভালবাসার শেষ বসন্তের শেষ পূর্ণিমা যেদিন ,
তোমাকে ভালোবেসে , তোমার রূপে মুগ্ধ হয়ে ,
করেছিলাম তুলনা রূপালি চাঁদের সাথে ,
চাঁদের আলো হায় ! মলিন হয়ে হয়ে যায় ।
বলে ঈষৎ হেসে ,
ভালোবাসার সাথে করনা আমার তুলনা , তাকে ভালোবেসে ।
ভালোবাসার শেষ বসন্তের শেষ ফুলটি ,
যেন ছিল রক্ত রাঙ্গা লাল , কোমল সুভাস তার ,
রূপ দেখায় তাকে ভালোবাসার দৃষ্টি যার ।
আমি তোমাকে ভালোবেসে , তোমার কোমলতায় সুভাসিত হয়ে ।
করেছিলাম তুলনা রক্ত রাঙ্গা ফুলটির সাথে ,
ফুলটি সাথে সাথে হায় ! ঝরে যায় ! মলিন হয়ে ,
তবু গন্ধ ছড়িয়ে বলে ,
তার সাথে কার কি তুলনা ? অমর রবে যে ভালবেসে ।
ভালোবাসার শেষ বসন্তের শেষ সূর্যাস্ত ,
ছড়ায় নি কোন আভা !
ছড়ানোর কথা না !
তবে তোমার হাত ধরে কাটানো সূর্যাস্ত ,
ছিল আভাময় , তবু সুখময় ।
তুমি হীনা আজ ভালোবাসাহীন সব অকথ্য ব্যস্ত ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯২৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/১২/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ভালো লাগলো।
  • কিছু কিছু স্মৃতি আছে চাইলেও ভোলা যায় না। আর যদি হয় প্রেমের তো...........................।
  • অভিষেক মিত্র ০৮/১২/২০১৫
    ভালো লাগল।
  • রাশেদ খাঁন ০৮/১২/২০১৫
    nice
 
Quantcast