www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

রূপবতি

রূপবতি,
তুমি আমার চোখে থাকবে সবসময়,
একটি স্বর্ণের পুতুলের ন্যায়।
তাও আবার হিরে মানিক খচিত।
সূর্যের প্রখর তাপকে তুমি শীতল করে দিতে পার,
ভালোবাসায়,
তুমি সব সময় আমার দেহে, প্রাণে, গন্ধে, প্রার্থনায়।
তুমার ঠোটের স্পর্শ,
অজস্র শান্তির বারি ধারা,
তুমার কথা অনাবিল সুখের আলোকিত আলয় ধারা।
রূপবতি,
তুমি শুধু আমার নয়,
তুমি আমার আত্মা আর আমার প্রাণের।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৭২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/১১/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অসম্বভব সুন্দর হয়েছে।
  • রূপরতি<রূপবতী
    তুমার<তোমার
    আর সব ভালো।
  • আবেগের তরে লেখা সহজ কিন্তু পাণ্ডিত্যও রপ্ত করতে হয় সময় থাকতেই...।
  • ভালো লাগল।
  • ভালো লাগলো..
  • মোঃনাজমুল হাসান ১৫/১১/২০১৫
    ভাল লাগল। শুভকামনা রইল।
 
Quantcast