www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কোন একদিন কোন এক সময়

আমাকে তুমি তোমার হ্রদয়ে প্রবেশিতে দাও ,
আমার প্রাণ চঞ্চল , চঞ্চল প্রাণে ভালোবাসার গুঞ্জন ,
হ্রদয় স্পন্দন যায় বেড়ে , দেখে তোমাকে ,
কোন একদিন , কোন এক সময় ।
চলিতেছ বাগিচায় , কুসুমের সাথে কথা কহনে ,
আমি পিছু পিছু যাব সেথা তোমার সনে ,
তোমার সাথে কথা কহনে ।
যদি নাই বা কও কথা আমার সনে ,
চেয়ে থাকব তোমার দিকে নিশ্চুপ থেকে এক নয়নে ।
প্রিয়তমা ,
আমার আখি দেখে বুঝ না ?
কতবার তো মিলিল তোমার কাজলা নয়ন আমার নয়নে ,
বুঝ নি কি আমার আবেগ ভালোবাশার টানে ?
কবে বুঝবে ? বল আমাকে ।
অপেক্ষায় থাকতে হবে আমার কত কাল ?
নিশ্চুপ নয়নে ।
গ্রহণ করিবে আমায় ,
কোন এক সময়ে কোন এক দিনে ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৮০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/০৮/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অতুলনীয় কবিতা।
    তবে,
    হৃদয়, ভালবাসার ঠিক করে নিন।
    সাধু চলিতের মিশ্রণ ঘটেছে, ঠিক করে নিন।
    ধন্যবাদ
  • মোবারক হোসেন ২১/০৮/২০১৫
    অপেক্ষার ফল মিষ্টি হয়। ধন্যবাদ কবি।
  • হিরণ্য হারুন ২১/০৮/২০১৫
    ভাল লিখেছেন
  • ভাল লাগল
  • বেশ ভাল লিখেছেন ।।
 
Quantcast