www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হলদে পরী

হলদে তোমার আঁচল উড়ে
হলদে ফুলের পাপড়ি সনে,
হলদে আমার স্মৃতির জগত
চমকে উঠে পুলক বানে।
হলদে পাখি গান গেয়ে যায়
বাঁদর লাঠির হলদে ডালে,
হলদে অাভা আঁছড়ে পড়ে
টোল পড়া ওই নরম গালে।
সরষে ফুলের হলদে ক্ষেতে
মৌমাছিরা কাব্য লেখে,
ঝলকে তোমার হলদে চুড়ি
ভোরের নবীন কিরণ মেখে।
হলদে গাঁদার শতদলে
নীল ভ্রমরা চুম্ দিয়ে যায়,
হলদে পরাগ মেখে অলি
ফুলের কানে গল্প শোনায়।
হলদে ফিতে বাঁধা বেণী
হলদে শাড়ী, কানের দুল,
হলদে পরী খেলছো যেন
ধ্যায়ান ধরার ভাঙ্গছো কুল।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৬২৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩১/১২/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • দারুন কবি...।
  • অনন্য কবি :)
  • রক্তিম ৩১/১২/২০১৪
    হলদে রঙের প্রজাপতি চলকে ওঠা কলকে ফুলে, খাচ্ছে মধু টুপুস টুপুস । তাইনা দেখে হলদে রঙ্গের শাড়ি অঙ্গে সেই মেয়েটা কেমন যেন হ্য় উদাস ।
    • মোহাম্মদ তারেক ৩১/১২/২০১৪
      আপনার ভাবনা আমার লেখাকেও ছাপিয়ে গেছে, ধন্যবাদ কবিকে।
 
Quantcast