www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নয়ন

বৃষ্টি-মাতাল সন্ধ্যা ঘনায়
দিনের তিরেধানে,
আমি অবাক হয়ে রই তাকিয়ে
তোমার নয়ন পানে।
হাজার আশা-স্বপন জাগে
চপল উপল ভাঁজে,
দেখি সারা জগত রয় ঘুমিয়ে
কৃষ্ণ তারার মাঝে।
কাজল টানা যুগল নয়ন
কোন সে যাদু জানে!
আমি অবাক হয়ে রই তাকিয়ে
তোমার নয়ন পানে।

আমার সকল বিশ্ব ভুলায়
নিতল নয়ন ওই,
পলক দোলায় হৃদয় দোলে
বিভোল হয়ে রই।
নিরব ভাষায় কয় কথা সে
হিয়ার কানে কানে,
আমি অবাক হয়ে রই তাকিয়ে
তোমার নয়ন পানে।

দিনের আলো যায় ফুরিয়ে
রাত্রি নেমে আসে,
তোমার ডাগর নয়ন ছবি
মানস জলে ভাসে।
ভাবি এমন যাক্ না কেটে
মধুর মোহে ক্ষণ,
অাঁখির কারায় করি যেচে
হৃদয় সমর্পণ।
অমর সুখের ফুলঝুরি সব
ছড়ায় কবির ধ্যানে,
শুধু অবাক হয়ে রই তাকিয়ে
যুগল নয়ন পানে।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৪৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/১১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • apnar je kati kabita ami pore chi tar madye ata amake khu valo lago, bisoy ache sate chando ache r chando cha kono katia pore maja nei, tai apni channo diye likhu khub valo hoye r ro valo hobe vabishite
    • মোহাম্মদ তারেক ১০/১১/২০১৪
      অনেক ধন্যবাদ...মন্তব্য পড়ে আনন্দিত হলাম। বাংলা অক্ষরে লিখলে আরো বেশী আনন্দ পেতাম। ভাল থাকুন এই কামনা করছি।
  • খুব ভালো হয়েছে...
  • চমৎকার লিখেছেন ভাল লাগলো ।
  • পিয়ালী দত্ত ০৫/১১/২০১৪
    খুব ভাল
  • মাহাদী সাগর ০৫/১১/২০১৪
    আনেক সুন্দর লাগলো।
  • ভাবি এমন যাক না কেটে
    মধুর মহে ক্ষণ
    আঁখির কারায় করি জেচে
    হৃদয় সমর্পণ।
    অসাধারণ লাগলো কবি, প্রেমের অসীম গভীরতা বর্ণীত ওই চোখে।।
    • মোহাম্মদ তারেক ০৫/১১/২০১৪
      প্রথমতঃ শুকরিয়া জ্ঞাপন করছি কবিতাটি পড়ার জন্য....এখানে পাঠকের বড় অভাব।
      আপনার মন্তব্যে সব সময়ই আমি উজ্জীবিত হই, আজও ব্যতিক্রম নই।
      ভাল থাকার কামনা করছি নিরন্তর।
 
Quantcast