www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শাওন দিন

দেয়ালের গা বেয়ে নামিতেছে বৃষ্টির জল
ফােঁটা ফোঁটা বৃষ্টির সর্পিল হাজারাে স্রোত
চুমিতেছে ভূমিতল,
গাছের পাতায় জাগিতেছে শীতের কাঁপন
স্বর-ভোলা পাখা ভেজা পাখিটার চোখে
--ঝিম আয়োজন।
কালো মেঘে ঢেকেছে আকাশের নীলাভ জমিন
ময়ূরী মেলিছে তার অপরূপা কলাপ রঙিণ,
শালিকের চঞ্চুঘাতে বিদীর্ণ ধরনীর প্রানে
বাজিতেছে বৃষ্টির বীণ।
হেলে-দুলে নেচে উঠে ঝুলে পরা পরগাছা লতা
হাওয়ার সাথে বলিছে যেন শতজনমের কথা
এসেছে শাওন দিন, উছলায় তার ভরা যৌবন
--এলো ঘন বর্ষণ।
দিগন্তের শেষে ভেসে ভেসে চলে উড়ো মেঘ
গুরু গুরু মুখরতা, ধরণীরে জানায় আবেগ
বুকের কাতর বানী শোনায় মাটির কানে
রিমঝিম শত আলাপন।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫০৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/০৯/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • একনিষ্ঠ অনুগত ২৪/০৯/২০১৪
    অনেক সুন্দর লিখেছেন।
  • পিয়ালী দত্ত ২৩/০৯/২০১৪
    খুব ভাল লাগল
  • বেশ লাগলো ।
  • বেনামী পত্তনদার ২৩/০৯/২০১৪
    জীবনের আবেগগুলো বৃষ্টির মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছেন অসম্ভব সুন্দর নিপুনতায়। মুগ্ধ হলাম।
  • রাবিন্দ্রিক আবহে মুগ্ধ হলাম কবি। উনি শ্রাবণকে যতটা সুন্দররূপে বর্ণনা করেছেন, আপনার কবিতাতেও শ্রাবণ তেমনি সুন্দর ভাবে বর্ণীত হয়েছে। বৃষ্টির শব্দ মাটির কানে রিমঝিম আলাপন, ভেজা পাখির চোখে ঝিম আয়োজন প্রভৃতি উপমা গুলো কবিতাটিকে সার্থক করার পাশাপাশি পাঠক হিসেবে আমাকে আপনার বরাবরের কবিতা গুলোর মতই মুগ্ধ করেছে।
    • মোহাম্মদ তারেক ২৩/০৯/২০১৪
      আপনার কথাগুলো মনযোগসমেত পড়লাম, মাদকতা আছে কথার বহরে,,, মন্তব্যে অভিভূত। রিমঝিম বৃষ্টির ছন্দ আপনার তরে কবি..
  • রোমান্টিকতার ছোয়া আছে । ভালো লাগলো। কিপ ইট আপ।
 
Quantcast