www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

চাই মানচিত্রের স্বাধীনতা

ত্রিশ লক্ষ শহীদের রক্ত দিয়ে কেনা
প্রিয় পতাকা আর প্রিয় স্বাধীনতা ,
চার লক্ষ মা,বোন হলো সম্ভ্রমহারা
তবুও ছিনিয়ে নিয়েছি মানচিত্রটা ৷
আফসোস আজ সতের কোটি জনতা
তবু রক্ষা করতে পারিনা স্বাধীনতা ,
মানুষরুপী কিছু শেয়াল শকুনেরা
খামচে ধরছে এ জাতির অগ্রযাত্রা ৷
আজও আমরা সতের কোটি জনতা
অনবরত খেয়ে যাচ্ছি ভ্যাবাচ্যাকা ,
প্রশ্নবিদ্ধ আজ ইতিহাসের সত্যতা
কে ঘোষক ? শেখ মুজিব না জিয়া ?
লাল সবুজের নিশান প্রিয় পতাকা
আদৌও কি সে পেয়েছে স্বাধীনতা ?
আজও এ মানচিত্রে শকুনের ছায়া
জাগো বাঙালী মুক্ত করো মানচিত্র ৷
জাগো বাঙ্গালী আজ দেখাও ক্ষমতা
রক্ষা করো প্রিয় পতাকার স্বাধীনতা ,
ত্রিশ লক্ষ শহীদের রক্তও দেবেই সাথ
সতের কোটি জনতা রাখলে হাতে হাত ৷
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৫০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/১২/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • এন আই পারভেজ ২৭/১২/২০১৭
    চমৎকার।
  • অসাধারন সুন্দর
  • nice
  • স্বাধীনতা ঠিক কোথায় আছে?সব তো খুবলে খাওয়া শেষ।
  • সায়েম মুর্শেদ ০৮/১২/২০১৭
    দেশ স্বাধীনতা পেয়েছে, মানুষ গুলোর এবার মুক্তি প্রয়োজন
  • সুজয় সরকার ০৮/১২/২০১৭
    জয় বাংলা
 
Quantcast