www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শুধুই ২১ এলে

১৩৫৮ এর ৮ ফাল্গুন
সেদিনও ছিলো এমনই আট-ই ফাল্গুন
প্রকৃতি আর পলাশ,শিমুল ডালে আগুন
ওদের বুকেও জ্বলছিল ক্ষোভের আগুন ৷
সেদিন ১৩৫৮ - এর ৮ - ই ফাল্গুন ছিলো
ওরা বাংলা বাদে উর্দুকে রাষ্ট্রভাষা করলো
আর উর্দু ভাষীরা ১৪৪ ধারা জারী করলো ,
আর এখবর যখন রাষ্ট্র হলো ,
ক্যাম্পাসে ছাত্ররাও ক্ষোভে উত্তাল হলো
১৪৪ ধারা ভাংগবেই সে শপথ ওরা নিলো
ব্যানার ফেস্টুনে ক্যাম্পাসে জড়ো হলো ৷
চারিদিকে শুধু মিলিটারি আর মেশিনগান
তবু দমাতে পারেনি সেদিন সেই উত্তাল বান
এগিয়ে চলছে মিছিল সামনে বেগবান ৷
হঠাৎ-ই !
নিরস্ত্র ছাত্রদের মিছিলে কাপুরুষের হানা
সালাম,বরকতের রক্তে সেপথ হলো রাঙা
অনেকেরই সেদিন নামটাও যায়নি জানা ,
সেখানে আজ মিনার গড়েছি শহীদের রক্তে
সেই অ,আ রোজ ধ্বনিত হচ্ছে কোটি কণ্ঠে
অথচ ওদের স্মরন করি শুধুই ২১ এলে ৷
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৩৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/০২/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast