www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ফেব্রুয়ারী আর আমরা

আসছে যে মাস ফেব্রুয়ারী
সেজেছে বাংলা একাডেমী
কবিরা ব্যাস্ত কাব্য লিখতে
ছাপাখানা ব্যস্ত বই ছাপাতে
অ'কবি ব্যাস্ত তৈল মাখাতে
আর তেলুকরা তেল মাখতে ৷
কথা বেঁচি আমি এক অ'কবি
বাঙ্গাল হই এলেই ফেব্রুয়ারী
অন্তরে আছে এক দুরভিসন্ধি
এই মাসেই হবো আমি কবি
বিজ্ঞ সাজি অজ্ঞ এ আমি
জ্বী গুরু বলে মুখে ফেনা তুলি ৷
আসছে যে মাস ফেব্রুয়ারী
আমি কিগো ভুলিতে পারি
যাদের বুকে লেগেছিলো গুলি
তাদের স্মরণে ফুল,মালা দিলি
একমাস পর সবই ভুলে গেলি
একি আমরা সেই বাঙ্গালী জাতি ?
সন্তানেরা আজ ইংরেজী ভাষী
পোশাকে আমি বাঙ্গালী সাজি
বুক সেল্ফে সঞ্চিতা - গীতাঞ্জলি
অার আমি শার্লোক হোমস্ পড়ি
একি আমরা সেই বাঙ্গালী জাতি
ভাষার জন্য যারা মরতে পারি ?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৬৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/০২/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • খুব সহজেই সত্য বলেদিলেন
  • সুন্দর
 
Quantcast