www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কবিতাখানী

সে কোন্ কবি
পড়িছ বসি
নিরিবিলি
আমার সৃজিত কবিতাখানী ।
আনত নয়নে
পুলকিত মননে
রস ও ছন্দময় হয় যখনি ।


সে কোন্ পাঠক
পড়ন্ত বিকেলে
কিবা নিস্তব্ধ রাতে
নয়তো কোনো এক প্রভাতে
পড়িছ বসি মোর কবিতাখানী ।
প্রাণের উচ্ছাস জাগে
বিদ্রোহ বাগে
জাগরণ আসে
তারুণ্যে প্রদীপ্ত যৌবনে
কবিতার ছত্রে ছত্রে
রক্ত টগবগ করে উঠে তখনি ।


সে কোন্ সুদীপ্ত ললনা
ডাগর নয়না
সুপ্ত ভালোবাসা রেখে
প্রচন্ড আবেগে
রাগে অনুরাগে
মান অভিমান চয়নে
পড়িছ শুয়ে শুয়ে মোর সৃষ্টিখানী ।
আমি ভাবি আর ভাবি
লিখি আর লিখি
প্রাণের আবেগে
স্নিগ্ধ কুসুমবাগে
চেতনার প্রেরণায়
সত্য সুন্দরের সুষমায়
প্রীতি ও প্রেমের ভাবনায়
সুষ্ঠু সমাজের কামনায়
দিলেম উপহার তোমাদের তরে
আমার কৃষ্টিখানী ।


সে কোন্ বন্ধু
কবিদের ভালোবেসে
কবিতার প্রেমে এসে
প্রাণের উল্লাসে
শ্রদ্ধার প্রয়াসে
পড়িছ আনি মোর কবিতাখানী ।


বলবো বন্ধু
কবিতার পাশাপাশি
মায়ার বাঁধনে আসি
ফুলের সৌরভে
বড় হবে গৌরবে
ক্ষণিকের এ ভবে ।
জান্নাতের ঐ নীড়ে
চিরস্থায়ী সুখের আবেশে
পড়ো আর পড়ো কুরআন-হাদীসখানী
অতপর গড়ো সুন্দর এই জীবনখানী ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/১১/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast