www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

একটি চিঠির ইতিকথা

সেই চিঠিটা বুকের ভিতর আজও কাঁদে
জানো ?
একা একা রাত্রি জাগে
মাখে অশ্রুজল,
সেই চিঠিটা ভেজে না তবু কখনো
জানো ?
কেবলই দিন দুপুরে পুড়তে থাকে বিরহের আগুনে
আর মিথ্যা হাসে অনর্গল ।
জানো ?
সেই চিঠিটা রোজ সকালে চা খাই
ভোর ভোর জেগে ওঠে;
সেই চিঠিটা নিঃসঙ্গ ভীষণ কাটাই রাত্রি নিদ্রাহীন,
সেই চিঠিটা জীবন্ত এক লাশ
জানো ?
আমি তার ভুল সংশোধন করি
আর ছিঁড়ে ফেলি প্রতিটা দিন ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৬১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/০৬/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast