www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

যাদের খোঁজ নিলো না কেউ

যাদের খোঁজ নিলো না কেউ
যাদের ঘরে জ্বললো না বাতি
হে প্রভু তাঁদের জীবনের ঢেউ
তারা খসা রাত্রি অনেক ভাল ।

যাদের ঘরে হাঁড়ি চড়েনি আজ
অন্ন পেলোনা চেয়েও দু'মুঠো
হে প্রভু পাতা কুড়ানোই কাজ
ঘর বেঁধেছে কুড়িয়ে খড়-কুটো ।

যাদের দেহে রক্ত নেই এক ফোটা
ঠিকরে বেরিয়ে এসে দুটি চোখ
বস্ত্র পড়েনা তারা মোটা সোটা
হে প্রভু বেঁচে থাকা তাঁদের শোক ।

যাদের সুস্বপ্ন দেখাটা বারণ
দুঃস্বপ্ন এসে ঘিরে ধরে রোজ
দুশ্চিন্তা যাদের স্মৃতি চারণ
তাঁদের সুদিনও নেয়নি খোঁজ ।

হে প্রভু কাঁদে তারা প্রতিটাদিন
দুর্ভিক্ষ মহামারী জীবন ভোর
রোগ ব্যাধি করলো আশাক্ষীণ
ঝড়ের দাপটও ভাঙলো ঘর ।।


23.05.2020
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৯৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/০৫/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast