www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পাশাপাশি দুটি নীরব নিথর মানুষ

যখন হাইড্রার মত কর্ষিকা দিয়ে তোমার জেলিফিসের মতন শরীর
ঠিক চৌম্বকের মত কাপটে ধরে
রক্ত চুষা ভ্যাম্পায়ার হয়ে, তোমার শুভ্র পিঠ ও বুকের সবটুকু ঘ্রাণ
শুষে নিই একেবারে,
তখন আমার প্রাণ আগুন হয়ে যায়
তোমাকে নিঃশেষ করে দিতে ------

কখনো জ্বলতে জ্বলতে মাঝ রাতে আমিও প্রদীপ শিখার মতন
ধপ করে নিভে যায় ।
রক্তের উষ্ণতা কমতে থাকে,
হৃদস্পন্দনের আলোরন স্তব্ধ হ'তে হ'তে
স্রোতহীন নদীর মত হয়ে যায় ------
চোখের আকাশ জুড়ে রক্তিম গোধূলি কেটে গিয়ে, আঁধার নেমে আসে ।

তোমার স্পঞ্জের মতন দেহটি ক্ষতবিক্ষত হয়ে যায়
ঘরেতে অদৃশ্য হয়ে যাওয়া বস্তু গুলো, স্পষ্ট হয়ে আসে আবার
পাশাপাশি দুটি নীরব নিথর মানুষ,
পড়ে থাকে কেবল ।।


27.03.2020 1:52 AM
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৯৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/০৪/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • পরিতোষ ভৌমিক ২ ০৬/০৪/২০২০
    সুন্দর বর্ণনা ।
    • অনেক অনেক ধন্যবাদ সুপ্রিয় কবি বন্ধু । প্রণাম নেবেন । আপনার সুন্দর মতামত আমাকে ধন্য করেছে, আমি আনন্দিত ও অনুপ্রাণিত হয়েছি । পাশে থাকবেন, ভালো থাকবেন চিরন্তন ।
  • পরিপাটি লিখেছেন।
    • অনেক অনেক ধন্যবাদ সুপ্রিয় কবি বন্ধু । প্রণাম নেবেন । আপনার সুন্দর মতামত আমাকে ধন্য করেছে, আমি আনন্দিত ও অনুপ্রাণিত হয়েছি । পাশে থাকবেন, ভালো থাকবেন চিরন্তন ।
  • ভালো হয়েছে।
    • অনেক অনেক ধন্যবাদ সুপ্রিয় কবি বন্ধু । প্রণাম নেবেন । আপনার সুন্দর মতামত আমাকে ধন্য করেছে, আমি আনন্দিত ও অনুপ্রাণিত হয়েছি । পাশে থাকবেন, ভালো থাকবেন চিরন্তন ।
  • ফয়জুল মহী ০১/০৪/২০২০
    সাবলীল সুন্দর উপস্থাপন ।
    • অনেক অনেক ধন্যবাদ সুপ্রিয় কবি বন্ধু । প্রণাম নেবেন । আপনার সুন্দর মতামত আমাকে ধন্য করেছে, আমি আনন্দিত ও অনুপ্রাণিত হয়েছি । পাশে থাকবেন, ভালো থাকবেন চিরন্তন ।
 
Quantcast