www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আলো ও ছায়া

একটা ‌শিশির ভেজা কচি ঘাসের মতন সকালে
হঠাৎ অদ্ভুত আঁধারের বেদনা, হৃদস্পন্দনে ফিরে ফিরে আসে যদি
প্রিয়তম তুমি ঘাস হয়েই পাশে থেকো,
না হয় থেকো জোনাকীর মতন -----
যেই সব সকালে আমরা অন্ধকার দেখি ।

ওই সুনীল আকাশে উড়ন্ত ফিঙে পাখিদলের ডানার মতন
আমাদের স্বপ্ন ধূসর,
যদি কখোনো মেঘের আঁচরে ভেঙে পড়ে যায়, বৃষ্টির মত ফোটা ফোটা
সেইসব রাত জাগা স্বপ্ন আমাদের ঝরে যাবে
গভীর রাতেই -----
প্রিয়তম, তুমি ওই মেঘ হয়েই কাছে থেকো
আর নয় দক্ষিনা বাতাস সেজে খোলা দিগন্তে দাঁড়িয়ে
সুভ্র বুকেতে মেখে নিও ।

একদিন কৃষ্ণচূড়া ডালের ফাঁকে তুমি কুয়াশা মেখে রাঙা সূর্য হয়ে উঠলে
আমাদের চোখের ---- ফুরিয়ে যাবে সব অন্ধকার ।


28.03.2020 8:46 AM
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৮২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/০৩/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast