www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দুয়ারে দাঁড়িয়ে

মুখোস পড়ে লুকিয়ে ঘরেতে
ঠুক ঠাক শব্দেও কেঁপে উঠি,
ভাইরাস বুঝি দরজার কাছে
এসে বলে দেয় তোমার ছুটি ।

ভ্রু কুঁচকে পিছু ফিরে আসি
চক্ষু বিস্ফারিত হল আমার,
খুলবোই না ঘরের ছিটকিনি
ভাইরাস ডাকুক যত কামার ।

কভু যাবো না রাস্তার মোড়ে
বাইরে দাঁড়িয়ে আছে মরণ,
ওভাই করোনা ঘরে এসোনা
ক্ষমা চাই তোমার ধরে চরন ।


26.03.2020 12:50 AM
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩২৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/০৩/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • গাজী তারেক আজিজ ২৬/০৩/২০২০
    দারুণ
    • অনেক অনেক ধন্যবাদ সুপ্রিয় কবি বন্ধু । প্রণাম নেবেন । আপনার সুন্দর মতামতে খুশি হয়েছি । ভালো থাকবেন । শুভেচ্ছা রইলো ।
  • ফয়জুল মহী ২৬/০৩/২০২০
    ভালো লাগলো লেখা। নিজে সচেতন হই। অন্যকে সচেতন করি।
    • অনেক অনেক ধন্যবাদ সুপ্রিয় কবি বন্ধু । প্রণাম নেবেন । আপনার সুন্দর মতামতে খুশি হয়েছি । ভালো থাকবেন । শুভেচ্ছা রইলো ।
  • শ.ম. শহীদ ২৬/০৩/২০২০
    ঠিক তাই
    নিজে বাঁচি, পরিবার বাঁচাই।
    • অনেক অনেক ধন্যবাদ সুপ্রিয় কবি বন্ধু । প্রণাম নেবেন । আপনার সুন্দর মতামতে খুশি হয়েছি । ভালো থাকবেন । শুভেচ্ছা রইলো ।
  • বাস্তব পরিস্থিতি। চমৎকার কবি।
    • অনেক অনেক ধন্যবাদ সুপ্রিয় কবি বন্ধু । প্রণাম নেবেন । আপনার সুন্দর মতামতে খুশি হয়েছি । ভালো থাকবেন । শুভেচ্ছা রইলো ।
 
Quantcast