www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

রাতের ব্যবধানে

বৃষ্টি ভেজা রাতে
গা ঝাড়ে স্বপ্ন গুলো একাকী নিস্তব্ধে কাল পেঁচার মতো
তখনো একটি একটি ফোঁটা,
পাতার টপ টপ শব্দ ঘুম ভাঙায় ভেজা প্রকৃতির ।
থমকে দাঁড়ানো সময়ও কালো আঁধার ঘেরা জঙ্গল
নব বর্ষ উদযাপনের ভেসে আশা
লাউড স্পিকারের গান বাজে ধিপ্ ধিপ্ ধিপ্...
ক্ষীণ কন্ঠে চেঁচিয়ে ওঠা বলাকা দলের
কত প্রহর হল রাত্রি জানে ।

হঠাৎ রাইস মিলের সাইরেন বেজে ওঠে
আমি বিরক্ত হয়ে কান পেতে জানালায় চেয়ে থাকি
সিক্ত অন্ধকারে,
ঠান্ডা আবহাওয়া চোখের পাতায় লাথি মারে
আলিঙ্গনের আশায় প্রতিক্ষারত ঘুম ----
মাথা টিপে দেয় তবু কিছু কবিতা লিখতে হবে
আমাকে রাত জাগাতে হবে
শুনেছি কবিরা নাকি রাতে কবিতা ধরে !

রাত্রি দুটো বাজে আমাকে কবিতা লিখতে হবে
শূন্য হাতে খুঁজি ---- কবিতা এলো না তো
"এখনো বহু পথ বাকি দেরি হবে", শুনি এলোমেলো
শব্দ গুলোও কথা বলে !
আমি তবু কবি হবার সেই ভেজা স্বপ্ন গুলোই
দু'চোখের পাতায় আঁকি ।

কিন্তু হায় ! এ সময়ের স্রোত জীবন নদী করে গ্রাস
হতাশায় আমি কবিতার নামে
প্রেমিকার অনুভূতি বেচতে থাকি ।।

04.01.2020 1:24 AM
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৭১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৮/০২/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast