www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নয়ন-দীপ্তি

নয়ন দীপ্তি শয়ন স্বপ্ন আবেগের ঝরঝর,
হৃদয় দিনেতে আলোকিত ভানু রজনির সুধাকর ।
মোমেন মনেতে ভকতি, শকতি,আশা প্রতি' তাঁর দেখা ?
তাঁরি প্রেমে থেমে থাকেনা এদেশে ছুটে সে মদিনা একা।
আরব মরুভু খর্জুর তরু তাঁরি প্রেমে মাতোয়ারা,
নিশিথীনি আভা নিশাপতি তাঁরি ইশারাতে দিশাহারা।
কেহ চাহে হতে সোনা তনে তাঁরি মুজ্জাম্মীল প্রিয়!
ফণী তাঁরি দেখা পেতে একা একা বনে মহা তপঃস্বীয়।
নুরানী সে মুখে মধু বাণী শুনে তপ্ত মরুভূ রবি,
ডুবে সে হরষে উদিঁল আবারি মাগরীবে আজগবি।
(তাঁর)
চেহরা রজনী শূণ্য নয়নে আলোময়ী নিশাপতি,
আমারি নয়নে তাঁহারি স্বপ্ন তিঁনি যে, লোচন জ্যোতি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০১০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/১২/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ইউরিদ ১৪/০২/২০১৫
    ভাল
  • ভালো। চালিয়ে যান................
  • আবিদ আল আহসান ১২/১২/২০১৪
    সুন্দর হয়েছে
  • আবিদ আল আহসান ১২/১২/২০১৪
    আপনি সব সময়ই ভাল লিখেন
  • ভালো লাগল। এরকম আবেগ আরো উঠে আসুক।
  • সুলতান মাহমুদ ১১/১২/২০১৪
    good
  • রক্তিম ১১/১২/২০১৪
    শব্দ কিছু আমার কাছে অস্পষ্ট লেগেছে ।
    • মুহাম্মদ মাসউদ ১১/১২/২০১৪
      কোন গুলো??
      • রক্তিম ১১/১২/২০১৪
        যেমন মোমেন , মুজ্জাস্মীল , ফনি আর তিনিযে এই গুলি ।
        • মুহাম্মদ মাসউদ ১১/১২/২০১৪
          মোমেন,মোমিন,মুমিন,মমিন= ১) প্রকৃত ঈমানদার; ধর্মনিষ্ঠ মুসলমান; মনে প্রাণে আল্লাহ্ তে বিশ্বাসী ও তার উপর নির্ভরশীল।
          (আরবী শব্দ)

          মুজ্জাম্মীল= এটিও একটি আরবী শব্দ;
          যার অর্থঃ- বস্ত্রাবৃত;
          এটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু
          আলাইহে ওয়া সাল্লাম এর একটি
          গুণবাচক নাম।

          ঘঠনাঃ যখন তাঁর উপর আল্লাহর ওহী তথা
          কোরআনের বাণী অবতীর্ণ হত তখন
          ঘণ্টার মতো বিকট শব্দ হতো এমন সময়
          একদিন হযরত মুহাম্মদ (দঃ) এর উপর ওহী অবতীর্ণের সময় বিকট ধ্বনিতে তিঁনি দুবর্ল
          ভীত হয়ে গেলেন, তাঁর পবিত্র দেহ কম্পিত
          হতে লাগলো।

          তাকে একটি চাদর জড়িয়ে দেয়া হলো।
          এমন সময় আল্লাহ তাঁর উপর আল কোরআনের
          সুরা মুজ্জাম্মীল এর আয়াত অবতীর্ণ করলেন।
          যার প্রথম আয়াত হলোঃ-

          "ইয়্যা আয়্যুহাল মুজ্জাম্মীল"
          (আল কোরআন, সুরা মুজ্জাম্মীল, আয়াতঃ ১)

          যার বাংলা অর্থঃ-
          "ওহে বস্ত্রাবৃত"।

          আল্লাহ পবিত্র কোরআনে তাঁকে এভাবে
          মুজ্জাম্মীল বলে সম্বোধন করেছেন।
          ★★★

          ফণী= সাপ,সর্প।

          তিনিযে= তিনি যে,
 
Quantcast