www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ওরা আসে ১ম

"ওরা নিরালায় আসে, কায়ে ভয় দিতে-
আসে দিবালোকে, কিবা বিধুনিত শীতে।
ওরা আসে; রম্য বসুধা যখন নীঁদে,
আসে,খিলখিল হেসে গ্রাসে নির্দ্বিধে।
এ্যানাথমিস্ট মামুরা মেডিকেল রুমে-
কাঁটে লাশ-চারপাশ, সবে যব ঘুমে।
নিশিথে সে মর্গে যত কাঁটা শীর, কর,
নানা রুপে,নানা বেশে দরশায় ডর।
পূরা'ণ প্রাচির ছাদ, আলয় অন্তরে,
তনু মাথাহীন ডাকে শুধু দুই করে।
দেখে কেহ হুশঁ হারা-
কেহ যায় একা মারা,
ভয় ভর সমীরণে নিভে মোমবাতি,
হরষেতে মাতে তারা জাগে সারারাতি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১৯৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/১২/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast