www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শবে বরাত (Sonnet)

হে বিধাতা শোনো মনো বিধানের বাণী,
কী এ বিধান যে প্রভু? ডাকে প্রেম গানে।
ঐ কুরসী ছেড়ে আজ ধরনির পানে,
ঝরায়ো বর তোমারি আসি আসমানি।
হাজার রজনি পরে পায় তোমা বরে-
শাবানের রাতি শবে বরাতি, হে বিভু;
জানি, তুমি ফেরাবেনা; বাজে এ অন্তরে-
তোমা' নাম-বিধি বীণা, একাকি হে প্রভু।

যাদুকর,গণকেরা ধরুক শ' বাজি!
করুণা তোমার তারা পাবেনা গো আজি।
আরো যারা এগ্রহের মদ্যপায়ী জাতি-
তারাও। যারা দাম্ভিক,আত্মিয়তা ত্যাগি;
দিও ক্ষমা, বনে যদি তোমা' অনুরাগী।
হৃদে যদি জ্বালে তারা প্রেমমোম বাতি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০২৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/১২/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মোঃ ওমর ফারুক ১১/১২/২০১৪
    অবাক করার মতো সুন্দর কবিতা...
  • আপনার ভিতরে কিছু একটা আছে। ভালো লাগলো আপনার ধর্মপরায়ন লেখাটি।
    • মুহাম্মদ মাসউদ ১১/১২/২০১৪
      কি আছে???
      • অবশ‌্যই ভালো কিছু। একটা মুর্শীদি ভাব। এই আরকি.........
 
Quantcast