www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

একটি পাখি

ক্ষেতের আলে যেই পাখিটি
মনের সুখে গান গেয়ে যায়,
ছোট্ট একটি পোকা ধরে
আপন মনে বাজনা বাজায় ।
.
ফসল ফুলে পোকা দেখে
থাকেনা সে কখনো চুপ,
পোকা খেয়ে ক্ষিদে মেটায়
মরু ধরার বাড়ায় যে রুপ ।
.
সেই পাখিটি হতে আমার
মনের মাঝে ইচ্ছা জাগে,
চূর্ণ করে বাধার প্রাচীর
গড়ব ধরা ভীষণ রাগে ।
.
মারামারি রক্তপাতে
যায় ঝরে যায় ছোট্ট শিশু,
আদর সোহাগ ভালবাসায়
হত যারা ধরার যীশু ।
.
হানাহানি করছে যারা
মানুষ নামের নষ্ট শুকর
পাখি হয়ে ঘুরব উড়ে
মারব তাদের মাথায় ঠোকর ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৬৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/১২/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast